আগামী ৭ অক্টোবর শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ(ISL)।২০২২-২৩ ফুটবল সেশনে ISL’র উদ্বোধনী ম্যাচে খেলবে ইস্টবেঙ্গল এফসি কেরালা ব্লাস্টার্স এফসি দলের বিরুদ্ধে, কোচিতে।এই প্রেক্ষিতে বুধবার, ইস্টবেঙ্গল এফসি ২৭ জনের স্কোয়াড আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে,ISL টাইটেলশিপে খেলার লক্ষ্যে।
ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা,জর্ডন, এলিয়ান্দ্রো , ক্লেইটন সিলভা সহ ২৭ জনের ইস্টবেঙ্গল স্কোয়াডে রয়েছে অঙ্কিত মুখার্জী, প্রতীম কুমার সিং,নবি হুসেন খান,সৌভিক চক্রবর্তী সুমিত পাসি, হিমাংশু ঝাংড়া, মহেশ সিং নাওরেম, সেম্বোই হাওকিপ,ভিপি সুহেরেরা।
ইতিমধ্যে, বুধবার বিকেলেই লাল হলুদ শিবির কোচির উদ্দ্যেশে উড়ে গিয়েছে। দলে কোনও ইনজুরি সমস্যা নেই। তবে এদিন যে ২৭ জনের ইস্টবেঙ্গল স্কোয়াড ঘোষণা করা হয়েছে তা নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ধরা পড়েছে। ইস্টবেঙ্গল এফসি দল নির্বাচন নিয়ে পারফেক্ট স্কোয়াড সিলেকশন বলার পাশাপাশি, জেসিন এবং অতুলকে লাল হলুদ স্কোয়াডে না রাখায় মৃদু অসন্তোষ রয়েছে।বিশেষত,জেসিনকে না রাখা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে।