Durand Cup: ডুরান্ডের শেষ আটে উঠতে মোহনবাগানের ত্রাতা ইস্টবেঙ্গল

ATK Mohun Bagan lost the first match

ডুরান্ডের আসরে (Durand Cup) গ্রুপ পর্বের প্রতিটি ম‍্যাচ খেলা হয়ে গেছে এটিকে মোহনবাগানের।চার ম‍্যাচ থেকে তাদের সংগ্রহের পয়েন্ট স‌ংখ‍্যা ৭। পরিস্থিতি এখন এমনই যে শেষ ম‍্যাচে নেভি’কে হারালেও সবুজ- মেরুন শিবিরের শেষ আটের স্থান এখনও নিশ্চিত নয়।

Advertisements

অন‍্যদিকে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইস্টবেঙ্গল।কিন্তু পরিস্থিতি এখন এমনই, যে মোহনবাগানের ডুরান্ডের পরবর্তী রাউন্ডে যাওয়ার অনেকাংশ নির্ভর করছে এখন লাল হলুদের উপর। শনিবার ইস্টবেঙ্গল তাদের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসি’কে বড় ব‍্যবধানে হারাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতে পারে সবুজ মেরুন শিবিরের।কারণ রাজস্থান ইউনাইটেড নেভির বিরুদ্ধে ম‍্যাচে জিতে নেবে,এমনটাই মনে করছেন সকলে।

এদিকে এমন নানান অংক এখন আর মাথায় নেই সবুজ মেরুন শিবিরের কোচ জুয়ান ফেরান্দোর ।ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট নিয়ে আর বিশেষ একটা চিন্তা ভাবনা করছেন না তিনি।তার ভাবনায় এখন শুধু এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল। আগামী ৭ ই সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন।

Advertisements

দলের শক্ত বুঝতে যুব ফুটবলার’দের দেখে নিয়েছিলেন শেষ ম‍্যাচে,অর্থাৎ আগামী ৭ ই সেপ্টেম্বরের ম‍্যাচে বেশ কিছু বদলের আশা করাই যায়। অন‍্যদিকে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রেতোস নেমে পড়েছেন প্রস্তুতি’তে।ক্লাবের উপযুক্ত গোল করার লোকের অভাব টের পাওয়া গেছে ডুরান্ডে । এই অজি ফুটবলার সেই অভাব দুর করবে, এমনটাই আশা করছে বাগান সমর্থক’রা।