HomeSports Newsকেরলের এই দুই ফুটবলার'কে দলে নিচ্ছে East Bengal

কেরলের এই দুই ফুটবলার’কে দলে নিচ্ছে East Bengal

- Advertisement -

ক্রমশ অবসান ঘটছে অপেক্ষার। আর হয়তো দিন দুয়েকের মধ্যে সম্পন্ন হতে ইস্টবেঙ্গল (East Bengal) – ইমামির মধ্যে চুক্তির কাজ। এর’ই মাঝে জোর কদমে দল গঠনের কাজ চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। শোনা যাচ্ছে কেরালার সন্তোষ ট্রফি জয়ী অধিনায়ক জিজো জোসেফ এবং জেসিন টিকে’কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল

আসলে এবার কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাবেন বিনু জর্জ। তার কোচিংয়ে সন্তোষ জিতেছিলো কেরালা,আর সেই কেরালার দলের অন‍্যতম দুই সদস্য’কে দলে নিয়ে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল ।

   

এদিকে অরিন্দম ভট্টাচার্য ক্লাব ছাড়ায় এইমুহূর্তে লাল হলুদ খোজ চালাচ্ছে একজন ভালো গোলকিপারের। শোনা যাচ্ছে ওডিশা এফসি’র বছর ২৬- এর গোলকিপার কমলজিৎ সিং কে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। যদিও বর্তমানে ওডিশা এফসির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এই ফুটবলারের। কিন্তু এক্ষেত্রে তাকে দলে নিতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজী লাল হলুদ ব্রিগেড।

পঞ্জাবের এই গোলকিপার তার কেরিয়ার শুরু করেছিলেন AIFF Academy – তে।২০১৪ সালে যোগ দেন Sporting Clube de Goa ‘য়। পরবর্তী সময়ে খেলেছিলেন মিনার্ভা পঞ্জাব,পুনে সিটি,হায়দ্রাবাদ এফসি’র মতো ক্লাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular