East Bengal: জোর কদমে প্র‍স্তুতি ইস্টবেঙ্গলের

ঘুরে দাঁড়ানো লড়াই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির (East Bengal)। ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুগোলে এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের…

east-bengal

ঘুরে দাঁড়ানো লড়াই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির (East Bengal)। ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুগোলে এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুগোল হজম করতে হয় লাল হলুদ ব্রিগেড৷

Advertisements

অপ্রত্যাশিত এই হারের প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন চনমনে রেড এন্ড গোল্ড বিগ্রেড। রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলা,তাদেরই ঘরের মাঠে।হাতে তিনদিন সময় আছে হাওকিপ, মহেশদের কাছে।এরমধ্যে নিজেদের গুছিয়ে নিতে চাইছে অঙ্কিত, জর্ডনরা।তাই নিয়ম করে দুবেলা প্র‍্যাকট্রিস সেশনে ঘাম ঝড়াতে দেখা যাচ্ছে কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের।সকালে জিম সেশনের পর বুধবার সন্ধ্যেতে মাঠে ঘাম ঝড়াতে কোনও বায়ন্নাকা নেই ইস্টবেঙ্গল ফুটবলারদের।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,এইডে বুথরয়েডের জামশেদপুর এফসি ISL টাইটেলশিপে তিনটে খেলায় হেরে গিয়েছে।ঘরের মাঠ JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে কামব্যাক করতে চাইছে ইস্পাত নগরী দলটি।ইংলিশম্যান তার খেলোয়াড়দের ঘরের মাঠে খেলার এই সুবর্ণ সুযোগ ব্যবহারের জন্য তাতিয়ে চলেছে।আইএসএল টেবলে ইস্টবেঙ্গলকে টপকাতে চাইছে নয় নম্বরে থাকা জামশেদপুর এফসি,প্রতিপক্ষ দল যে আট নম্বরে লিগে টেবলে।