Monday, December 8, 2025
HomeSports Newsচোট পাওয়া হিমাংশুর পরিবর্তে এই ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা করছে East Bengal

চোট পাওয়া হিমাংশুর পরিবর্তে এই ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা করছে East Bengal

- Advertisement -

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে ফের মাঠে নামতে নাও দেখা যেতে পারে হিমাংশু জাংড়াকে (Himanshu Jangra)৷ ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাাচে খেলাকালীণ গুরুতর চোট পান হিমাংশু, এর ফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

শোনা যাচ্ছে তার চোট এতোটাই গুরুতর যে ৫-৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এর ফলে চলতি মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তাকে আর নাও খেলতে দেখা যেতে পারে। পরিস্থিতি সুবিধার নয় বুঝে ইস্টবেঙ্গল ম্যােনেজমেন্ট হিমাংশুর ব্যাকআপ ফুটবলার খোজা শুরু করে দিয়েছে।

   

Komal Thatal

হিমাংশুর পরিবর্ত ফুটবলার হিসেবে ইতিমধ্যে একজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে। এবং তার নাম ইতিমধ্যে জড়িয়ে ছিল ইস্টবেঙ্গলের সাথে। ২২ বছর বয়সী ভারতের লেফট উইংয়ের ফুটবলার কোমল থাটালকে হিমাংশুর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। বর্তমানে জামশেদপুর এফসির হয়ে তেমন একটা গেম টাইম পাচ্ছে না কোমল থাটাল, তাকেই হিমাংশুর ব্যাটক আপ ফুটবলার হিসেবে ভাবছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

তাকে যদি ভালো আর্থিক চুক্তির পাশাপাশি গেম টাইম দেওয়ার বিষয়ে ইস্টবেঙ্গল টিম নিশ্চয়তা দেয়, তাহলে কোমল থাটাল যোগ দিতেই পারেন ইস্টবেঙ্গলে। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের বেশ পরীক্ষিত একজন ফুটবলার কোমল। তাই তার থেকে ভালো পারফরম্যান্সের আশা রাখতেই পারে লাল হলুদ ব্রিগেড।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular