East Bengal: নয়া বিদেশিকে পছন্দ নয় লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের

এখনও অবধি কলকাতায় এসে পৌঁছলেও জ‍্যাক জার্ভিসকে সই করাইনি ইস্টবেঙ্গল (East Bengal)৷ এর কারণ ট্রান্সফার ব্যান লেগেছে ইস্টবেঙ্গলের উপর। সেই সমস্যা যতো সময় অবধি না…

Stephen Constantine

এখনও অবধি কলকাতায় এসে পৌঁছলেও জ‍্যাক জার্ভিসকে সই করাইনি ইস্টবেঙ্গল (East Bengal)৷ এর কারণ ট্রান্সফার ব্যান লেগেছে ইস্টবেঙ্গলের উপর। সেই সমস্যা যতো সময় অবধি না মিটছে,তত সময় ট্রান্সফার ব‍্যান লেগেই থাকবে ইস্টবেঙ্গলের উপর।

এবার প্রশ্ন হলো ইস্টবেঙ্গলের নয়া বিদেশি কে কি আদৌওঋ মনে ধরেছে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের। তার সম্পর্কে ইস্টবেঙ্গলের বিদেশি কোচের মনোভাবটাই কি ? ইতিমধ্যে তা নিয়ে লাল হলুদ ফ‍্যানেদের মধ্যে প্রশ্ন উঠেছে।

কোনও কোনও সমর্থক ধারনা করেছিল তিনি ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচে খেলবে। কিন্তু ম‍্যাচে খেলা তো দুরের কথা, এখনও অবধি প্রাক্টিসেই নামেননি এই ফুটবলার। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচেও তাকে খেলতে দেখা যাবেনা। কারণ এখনও অবধি তাকে রেজিস্টার করাতে পারেনি ইস্টবেঙ্গল।

৩১ বছর বয়সী এই রাইট উইংয়ের ফুটবলার সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন। ক্লাব ফুটবলে তার রেকর্ড দারুণ। ৩৮৭টা ম‍্যাচ খেলে ৮৬ টা গোল করেছেন, ৩৪ টা অ্যাসিস্ট করেছেন। বর্তমানে তিনি ছন্দে আছেন। ইস্টবেঙ্গলে ক্লাবে এই পজিশনে খেলেন অনিকেত যাদব, যাকে পছন্দ নয় কনস্টানটাইনের। লাল-হলুদ কোচের জ‍্যাক জার্ভিসকেও পছন্দ নয়, কারণ তিনি একজন সেন্টার ফরোয়ার্ড পজিশনের ফুটবলার চেয়েছিলেন। তাই উইং ভাগের ফুটবলার কে কিছুতেই পছন্দ হচ্ছে না তার।