অস্ট্রেলিয়ার তাজা বিশ্বকাপার এনে চমক দিতে চলেছেন ইস্টবেঙ্গল

প্রকৃত একজন গোল করিয়ের অভাব টের পাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal )। টানা একের পর এক হার। খারাপ ফুটবলার। লাল-হলুদ ব্রিগেডের মাঠের কীর্তিকলাপ দেখে এখন চরম…

Mitchell Duke

short-samachar

প্রকৃত একজন গোল করিয়ের অভাব টের পাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal )। টানা একের পর এক হার। খারাপ ফুটবলার। লাল-হলুদ ব্রিগেডের মাঠের কীর্তিকলাপ দেখে এখন চরম হতাশ সমর্থকরা।

   

জানুয়ারি মাসে শুরু হতে চলেছে শীতকালীন ট্রান্সফার উইন্ডো।আর সেই উইন্ডোতে একজন কাতার বিশ্বকাপে খেলা তারকা স্ট্রাইকার কে দলে নিতে চলেছে লাল হলুদ ব্রিগেড।এমনটাই মনে করা হচ্ছে।

এলিয়ান্দ্রো কে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল শিবির।তার ফুটবলার হতাশ করেছে টিম ম‍্যানেজমেন্ট কে।এবার তাকে ছেড়ে সদ‍্য কাতার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার স্ট্রাইকার কে আনতে চলেছেন লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। এমনটাই মনে করা হচ্ছে।

বর্তমানে একাধিক তারকা স্ট্রাইকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ইস্টবেঙ্গল। একাধিক নাম নিয়ে জল্পনা জারি আছে এই মুহূর্তে।আর এই সমস্ত জল্পনার দৌড়ে এগিয়ে থাকা নাম অস্ট্রেলিয়ার মিচেল ডিউক।

৩১ বছরে ৬ ফুট ১ ইঞ্চির মিচেল ডিউক সদ‍্য সমাপ্ত কাতার বিশ্বকাপে গোল করেছিলেন।পুরো নাম মিচেল থমাস ডিউক।বর্তমানে তিনি খেলেন বর্তমানে জে টু লিগে খেলেন।তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি আছে ২০২৩ সালের ৩১ জানুয়ারি অবধি।জে টু লিগে ৩৬ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি।গোল করেছিলেন আটটি।কাতার বিশ্বকাপে টিউনিশিয়ার বিপক্ষে একটা দারুণ গোল করেছিলেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড সিক্সটিনের ম‍্যাচে অস্ট্রেলিয়া দলে প্রথম একাদশে ছিলেন তিনি।তার খেলা নজর কেড়েছে সকলের।নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে যদি এই মাপের ফুটবলার আসেন, তাহলে সেটা খুব ভালো ব‍্যাপার হবে বলাই বাহুল্য।