স্টিফেন কনস্টানটাইনকে কি ছেড়ে দিতে চলেছে East Bengal, জানুন বিস্তারিত

Stephen Constantine

মরশুমের শুরুর আগে একঝাঁক প্রত‍্যাশা তৈরী হয়েছিল স্টিফেন কনস্টানটাইনকে কেন্দ্র করে। একসময় কার ভারতের জাতীয় দলের কোচ হওয়ার সুবাদে এদেশের ফুটবল সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল তিনি। তাই তার কোচিংয়ে ভালো কিছু করবে ইস্টবেঙ্গল (East Bengal) এমনটাই মনে করা হয়েছিল।

কিন্তু মরসুম শুরুর পর সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখা গেছে। একের পর এক হারের পর অতিষ্ঠ হয়ে উঠেছে সমর্থকরা। দলের ফুটবলার বাছাইয়ের ব‍্যাপারে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে কোচের স্ট্রাটেজি নিয়ে।কিন্তু স্টিফেন সেই সব ব‍্যাপারে বিশেষ কোনও কর্ণপাত না করে দল চালিয়ে যান। আর এতেই লাল হলুদের সমর্থকদের চোখের বিষ হয়ে উঠেছেন। আর এখন তো নিত‍্যদিন গো ব‍্যাক স্টিফেন ধ্বনি শুনে সময় কাটছে তার।

   

তাহলে ইস্টবেঙ্গলে স্টিফেন রাজ কি শেষের পথে ইতিমধ্যে সেই প্রশ্ন উঠে গেছে। ময়দানে জোর জল্পনা জারি দলের যা ভরাডুবি পারফরম্যান্স, তাতে মাঝপথে না তাকে সরিয়ে দেওয়া হয়। এমনটাই আশঙ্কা করছে সকলে। এরই মাঝে ক্লাবের তরফে ইস্টবেঙ্গলের কোচের সাথে একপ্রস্থ আলোচনা হয়েছে। সেখানে নাকি স্টিফেন কে জানানো হয়েছে আর কয়েকটি ম‍্যাচে তার পারফরম্যান্সে ম‍্যানেজমেন্ট সন্তুষ্ট না হলে তাকে সরে যেতে হবে। তবে সব টা চলতি মরশুমের শেষ অবধি, নাকি মরসুমের মাঝপথে সেটা স্পষ্ট নয় এখনো।

এদিকে জানুয়ারি মাসের ট্রান্সফার নিয়ে বেশ খানিকটা পরিকল্পনা সেরে ফেলেছে ইস্টবেঙ্গল এমনটাই শোনা যাচ্ছে। ইতিমধ্যে বিদেশিদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে এমনটাই জানা গেছে। খুব শীঘ্রই সেই সব ব‍্যাপারে আপডেট আসবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন