Transfer window: বাজার বন্ধের আগে এই দুই ফুটবলারকে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

আর মাত্র একদিন বাকি আছে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হতে। এই দলবদলের মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) নাম খুব বেশি একটা উঠে আসতে দেখা যায়নি

Mohammedan SC to face East Bengal FC

আর মাত্র একদিন বাকি আছে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হতে। এই দলবদলের মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) নাম খুব বেশি একটা উঠে আসতে দেখা যায়নি শুধুমাত্র জ‍্যাক জার্ভিসকে ছাড়া। লাল হলুদ ব্রিগেড ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ কারী প্রায় প্রতিটি দল অন্তত দুই থেকে তিন জন করে ফুটবলারকে সই করিয়েছে।

অথচ ইস্টবেঙ্গলের টিম ম‍্যানেজমেন্ট এবিষয় অদ্ভুত একটা নিরাবতা বজায় রেখে চলেছে বলা চলে। কিন্তু শোনা যাচ্ছে এক দুই জন ভারতীয় ফুটবলার কে দলে নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। ইদানিং একটা বিষয় আমরা দেখেছি যে যে সকল ফুটবলার কে টার্গেট করেছে ইস্টবেঙ্গল,তাদেরকে নাকের ডগা থেকে তুলে নিচ্ছে অন‍্যান‍্য সকল ক্লাব গুলো।

শোনা যাচ্ছে ২৩ বছর বয়সী ভারতের অ্যাটাকিং মিডফিল্ডের ফুটবলার প্রিস্টন রেবেলো এবং ২৫ বছর বয়সী ভারতের লেফট ব‍্যাকের ফুটবলার সাবিয়ার গামাকে দলে পেতে মরিয়া ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট। বর্তমানে এই দুই ফুটবলার এফসি গোয়া দলের সদস্য।এই দুই জন তরুণ ফুটবলার এফসি গোয়ার হয়ে তেমন একটা গেমটাইম পাচ্ছেন না।

এদিকে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং লেফটব‍্যাক পজিশনে কোনও ব‍্যাক আপ ফুটবলার নেই,তাই বিকল্প হিসেবে এই দুই ফুটবলারকে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। দলবদলের বাজরের একেবারে শেষ মুহূর্তে এই দুই ফুটবলারকে ইস্টবেঙ্গল সই করাতে পারেন কিনা,এখন সেটাই দেখার বিষয়।