East Bengal: ময়দানে চমক দিয়ে বিশ্বজয়ী মেসির দেশের ফুটবলার আনছে মশাল-বাহিনী

East Bengal Football Club supporters showing their passion and love for the team
File picture

সদ‍্য দাপুটে ফুটবল খেলে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই মেসির দেশের এক ফুটবলারকে এবার দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের ব্রাজিলিয়ান ফুটবলার এলিয়ান্ড্রোর বদলে এই ফুটবলার আসতে চলেছে লাল হলুদ ব্রিগেডে।

এবছর বিরাট পরিমাণ আশা নিয়ে ব্রাজিলের আক্রমনন্ত্রোক ভাগের ফুটবলার এলিয়ান্ড্রো কে নিয়ে এসেছিলো লাল হলুদ ব্রিগেড।কিন্তু প্রত‍্যাশা পূরণে ডাহা ব‍্যর্থ হয়েছেন তিনি।স্টিফেন কনস্টানটাইনের অত্যন্ত পছন্দের ফুটবলার ছিলেন এই এলিয়ান্দ্রো।তিনি ‘গোল মেশিন’ হয়ে উঠবেন,সেই প্রত‍্যাশায় নিয়ে আসা হয়েছিলো ক্লাবে।কিন্তু গোল মেশিন হওয়া তো দুরের কথা ঠিকঠাক গোলের পথটাই চিনতে পারেননি তিনি।তার খেলায় রেগে লাল হয়েছিল সমর্থকরা।অবশ্য পরের দিকে এলিয়ান্দ্রোকে রেখে দেওয়ার পরিকল্পনা করেছিল কোচ স্টিফেন কনস্টানটাইন।কিন্তু এমনটা হলে হয়তো পরবর্তী সময়ে স্টিফেন কনস্টানটাইনের চাকরি নিয়ে সমস্যা তৈরী হয়তো।

   

এলিয়ান্দ্রোর পরিবর্ত ফুটবলার হিসেবে একটি নাম ইতিমধ্যে বেড়িয়ে এসেছে প্রকাশ‍্যে।তিনি হলেন তিরিশ বছর বয়সী আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড জুয়ান নেসকালো।বর্তমানে ফ্রি এজেন্ট এই তারকা ফুটবলার।রিয়াল মাদ্রিদ,লিভারপুলের যুব দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।এই আর্জেন্টিনার ফুটবলার কে দলে নিয়ে এসে কতোটা সফল হয় ইস্টবেঙ্গল এখন সেটাই বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন