
বসুন্ধরা জল্পনার মাঝে ফের আলোচনায় টেনোকো গ্রুপ প্রসঙ্গ। মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের ভাবনায় টেকনো গ্রুপের নাম বেশ জোরালো ভাবেই রয়েছে।
আমরা আমাদের প্রতিবেদনে আগেই তুলে ধরেছিলাম টেকনো গ্রুপের কথা। লাল কর্তারা যে বিকল্প পথের সন্ধানেও রয়েছেন সে ব্যাপারে শোনা গিয়েছিল কানাঘুষো। নতুন মরশুমের আগে ক্লাব কর্তারা এখনও বিনিয়োগকারী কিংবা স্পন্সরের নাম ঘোষণা করেননি। তাই সমর্থকদের মধ্যে রয়েছে উৎকণ্ঠা। আগামী মরশুমে প্রিয় ক্লাব কেমন দল গড়েন সে ব্যাপারে আগ্রহ ফুটবল প্রেমীদের।
আরও পড়ুন: East Bengal : বসুন্ধরা জল্পনার মাঝে ভেসে উঠল ইমামি, টেকনো ইন্ডিয়ার নাম
বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইতিবাচক কথা হলেও বিনিয়োগ চূড়ান্ত করতে প্রয়োজন দুই দেশের সম্মতি। ভারতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকবেন বসুন্ধরা গ্রুপের কর্ম কর্তারা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন লাল হলুদ কর্তারা।
জানা গিয়েছে প্ল্যান বি হিসেবে টেকনো গ্রুপের কথা ভাবা হয়েছে। এছাড়াও কলকাতার শাখা রয়েছে এমন একটি নমকরা কোম্পানির কথাও কর্তাদের ভাবনায় রয়েছে বলে অনুমান।










