খুশির জোয়ার East Bengal সমর্থকদের, শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী ইমামির গ্রাফ

East Bengal investor Emami Ltd stock high on share market

Advertisements

দল বদলের বাজারে ঝড় তুলে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। একের পর এক তারকা ফুটবলারকে দলে নিয়ে চমক দিয়েছেন ইমামি-ইস্টবেঙ্গল কর্তারা। বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, এবারের দল আরও ভাল হতে চলেছে। হচ্ছেও তাই। গোল্ডেন বুট জয়ী ফুটবলার, জাতীয় দলের হয়ে খেলা একাধিক ফুটবলারকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে।

ডার্বি না হেরেও ছিটকে যেতে পারে ইস্টবেঙ্গল

চমক হয়তো আরও বাকি রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর থেকে এবারেই হয়তো সেরা দল গঠন করতে চলেছে ইস্টবেঙ্গল। বিগত কয়েক মরসুমে বারবার শোনা গিয়েছিল বাজেট সমস্যার কথা। এমনকি গত মরসুমেও ইমামি লাল হলুদ ব্রিগেডকে ঢেলে সাজাতে পারেনি। ঢেলে সাজাতে না পারলেও দল গোছানোর প্রক্রিয়া হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে।

Advertisements

গত মরশুমের স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারকে ক্লাব ধরে রেখেছে। ইস্টবেঙ্গল সমৰ্থকরা আরও একটা খবর শুনলে হয়তো খুশি হবেন। শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী Emami Ltd-এর গ্রাফ। বিগত কয়েক মাস ধরে বেড়েছে কোম্পানির শেয়ার দর। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে Emami Ltd-এর গ্রাফ অনেকটা পড়েছিল।

প্রাক্তন ফুটবলারদের নিয়ে ম্যাচ লাল-হলুদের ঘরের মাঠে, কবে ?

এপ্রিল থেকে ধীরে ধীরে বৃদ্ধি। মে মাসের শেষের দিকে এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছিল কোম্পানির শেয়ার দর। অগস্ট মাসের ১ তারিখেও বৃদ্ধি অব্যাহত ছিল। আপাতত শেয়ার বাজারে Emami Ltd-এর পারফরম্যান্স যে বেশ ভাল সেটা বলাই যায়।