East Bengal Club: আলভিটোরা চেষ্টা করেছিলেন, কিন্তু এক্ষেত্রে পারেননি

সন্তোষ ট্রফি থেকে ফুটবলার বাছাই করার জন্য প্রাক্তন খেলোয়াড়দের ওপর দায়িত্ব দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)।  ম্যাচ পর্যবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আলভিটো ডি কুনহা…

East-Bengal

সন্তোষ ট্রফি থেকে ফুটবলার বাছাই করার জন্য প্রাক্তন খেলোয়াড়দের ওপর দায়িত্ব দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)।  ম্যাচ পর্যবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলের ওপর। তাঁদের পাঠিয়ে ক্লাব কতটা লাভবান হয়েছে সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো উত্তর নেই।

সম্প্রতি দল বদলের বাজারে একটি তথ্য বা জল্পনা দানা বেঁধেছে। কেরালা দলের অধিনায়ক জিজো জোসেফের সঙ্গে কথা শুরু হয়েছিল লাল হলুদ ক্লাবের। তাঁর ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব যে আগ্রহী সেটা মে মাসের শুরুর দিকেই আঁচ করা গিয়েছিল। এবং ক্লাব ব্যর্থ হতে পারে সেটাও অনুমান করেছিলেন কেউ কেউ।

   

সম্প্রতিতম পাওয়া খবর অনুযায়ী, ক্লাব এবং ফুটবলারের মধ্যে কথা শুরু হয়েছিল। কথাবার্তা হয়তো কিছু দূর এগিয়েও ছিল। কিন্তু মাঝপথেই তা ভেস্তে যায়। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আর জিজো জোসেফের আর কথা এগোয়নি।

এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরুর দিকে জানা গিয়েছিল যে জোসেফকে দলে নিতে ক্লাব আগ্রহী। যদিও তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতার কথাও উঠে এসেছিল সংবাদ মাধ্যমে।

সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কেরালা। বাংলাকে হারিয়ে খেতাব গিয়েছে দক্ষিণ ভারতে। কেরালা দলের একাধিক ফুটবলারকে নিয়ে ফুটবল মহলে আলোচনা শুরু হয়েছিল। আগামী দিনে স্কোয়াডের কোনো ফুটবলারকে বড় বাজেটের দলে দেখা গেলেও যেতে পারে ।