ওড়িশা ম্যাচের আগে বিপদে ইস্টবেঙ্গল, গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া নামতে হতে পারে মাঠে

East Bengal fans on Doherty

এমনিতেই আইএসএলে দলের অবস্থা খারাপ ইস্টবেঙ্গলের (East Bengal) । গত ম্যাচ তাও মন্দের ভালো খেলে ম্যাচ জেতে তারা। গতবার ন্যক্কারজনক হার সহ্য করতে হয়েছিল তাঁদের। এবার ফিরতি ম্যাচে ফের মুখোমুখি ইস্টবেঙ্গল ও ওড়িশা। তবে এই ম্যাচের আগে বড় বিপদে লাল হলুদ ব্রিগেড।

সূত্রের খবর মিলছে যে, কমলজিৎ সিং, মিডফিল্ডার ক্যারিস ক্যারিয়েকাউ চোটের জন্য ওড়িশা ম্যাচ খেলতে নাও পারেন। একই অবস্থা গুরুত্বপূর্ণ ফুটবলার জর্ডান দোহার্তিরও। তাকেও দল পাবে কি না তা স্পষ্ট নয়।

   

২০২২-২৩ হিরো ইন্ডিয়ান সুপার লীগ ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচ আছে ৭ জানুয়ারি, ২০২৩, সন্ধ্যা ৭.৩০, কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর, ওডিশায়। তার আগে হাতে ২৪ ঘন্টাও নেই। তাই তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই কোনস্ট্যানটাইনকে দল নামাতে হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন