East Bengal : বাঙালি ডিফেন্ডারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

East Bengal Club
একই ভুল হয়তো এবার করবে না ক্লাব।

ভারতীয় ফুটবলে পরিচিত এক বাঙালি ডিফেন্ডারকে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। আশা করা হচ্ছে অন্তত দুই বছরের চুক্তি সম্পন্ন হতে পারে কলকাতায় পরিচিতি এই ফুটবলারের সঙ্গে।

সূত্র উদ্ধৃত করে এক ক্রীড়া সংবাদ মাধ্যমের দাবি, সার্থক গোলুইকে (Sarthak Golui) সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এক বছরের বেশি চুক্তি করা হতে পারে তাঁর সঙ্গে। লাল হলুদ জার্সিতে আগেও খেলেছেন সার্থক।

   

ভারতের জাতীয় দলের হয়ে খেলা সার্থক গোলুইয়ের উত্থান সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাডেমি থেকে। এরপর মোহনবাগানের হাত ধরে এসেছিলেন ভারতীয় ফুটবল মানচিত্রে। নিজের দক্ষতায় ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে জায়গা করে নিয়েছেন তিনি।

ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয়েছিল পুনের সিটির হাত ধরে। ধারাবাহিকভাবে ভালো খেলেখিছেল দলের রক্ষণে। যদিও দলের পারফরম্যান্স সার্বিকভাবে ধারাবাহিক ছিল না।

পরে মুম্বাই সিটি এবং ইস্টবেঙ্গলে যোগ দিলেও প্রত্যাশিত ফর্মে পৌঁছতে পারেননি তিনি। বেঙ্গালুরুর হয়ে তুলনামূলক ভালো খেলছেন। বেঙ্গালুরুর থেকে সার্থককে কলকাতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল।

আজই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইভান গঞ্জালেজের সই প্রসঙ্গ। আগামী মরশুমের জন্য চূড়ান্ত এই তারকা ডিফেন্ডার। তাঁর সঙ্গে সার্থককে জুড়ে দিতে চাইছেন লাল হলুদ কর্তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন