East Bengal: ঝড়ের বেগে দল গোছাতে চাইছে ইস্টবেঙ্গল, এবার নজর এই তরুন গোলরক্ষকের দিকে

East Bengal Reserves Football Team in action

গত মাসের একেবারে শেষের দিকে নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই বছরের জন্য দলের দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। একটা সময় এই কোচের হাত ধরেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

এমনকি তাদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুয়াদ্রাতের। বর্তমানে তিনি ডেনমার্কের প্রথম ডিভিশনের একটি ক্লাবের সহকারী দায়িত্বে থাকলেও আগামী মরশুমের জন্য তার উপরেই ভরসা রাখতে চায় লাল-হলুদ শিবির। তবে শুধু কোচ চূড়ান্ত করাই নয়। দল গঠনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

   

এক্ষেত্রে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি প্রয়োগ করা হলেও দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে অন্যান্য দল গুলির সঙ্গে কোমর বেঁধে লড়াই করছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। গত মাসের শুরু থেকেই শোনা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে নাকি ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর কে চূড়ান্ত করে ফলেছে দল। পাশাপাশি দলের পুরোনো সৈনিক তথা প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরার সাথেও কথাবার্তা নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছে দল। তবে এখানেই শেষ নয়। এবার দলের তিনকাঠি সামলানোর ক্ষেত্রে ভরসাযোগ্য ফুটবলার খুঁজজে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে তাদের নজর পড়েছে তরুন গোলরক্ষক প্রভসুখান গিলের দিকে।

গত আইএসএলে আদ্রিয়ান লুনাদের সাথেই কেরালা ব্লাস্টার্স দলে খেলতে দেখা গিয়েছিল এই প্রতিভাবান ফুটবলার কে। এবার নাকি তার দিকেই নজর রাখছে ইস্টবেঙ্গল। তবে আগামী বছর পর্যন্ত তার সাথে কেরালা দলের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে আনতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। সেইমতো নাকি তার এজেন্টের সাথে ও একপ্রস্থ কথাবার্তা বলে ফেলেছে ইস্টবেঙ্গল। তবে আদৌ তিনি কলকাতায় আসেন কিনা সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন