Moushumi Chatterjee: মোদীজি সম্পর্কে নিন্দা করায় অনেক সম্পর্ক খারাপ হয়েছে: মৌসুমী

সম্প্রতি মোদীর প্রতি নিজের ভালোবাসা জাহির করেছেন এক সাক্ষাত্‍কারে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর পূর্ব আসনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)।

Moushumi Chatterjee says criticism of Modi has led to damaged relationships

সম্প্রতি মোদীর প্রতি নিজের ভালোবাসা জাহির করেছেন এক সাক্ষাত্‍কারে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর পূর্ব আসনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)। ভোটে হেরে যান মৌসুমী। ভোটে হারার পর নিজেকে রাজনীতি থেকে একপ্রকার সরিয়েই নিয়েছিলেন অভিনেত্রী। এরপর ২০১৯ সালে বিজেপি-তে যোগ দেন।

অভিনেত্রী জানিয়েছিলেন, ‘অতীতে রাজনীতি খুব বিপজ্জনক ছিল। হারার পর বুঝলাম খেলাটা আসলে অন্যরকম। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে খেলতে হয়।’ মৌসুমীর দাবি, ‘যদি স্বচ্ছভাবে রাজনীতি করতে চাও তাহলে কোনও গাড়ি এসে তোমাকে চাপা দিয়ে যাবে। বাড়ির বাচ্চাদের ক্ষতি করবে হয়তো।’
তিনি এও বলেন কংগ্রেসের তরফে হারার পরও তাঁর কাছে ফের ভোটে দাঁড়ানোর অফার এসেছিল । তিনি তা ফিরিয়ে দেন। মেয়ে তখন কলেজে, তাই কোনও ঝুঁকি নিতে চাননি।

   

পদ্ম শিবির থাকাকালীন অভিনেত্রীর মতে, ‘এখন রাজনীতি অনেক খোলামেলা। অনেক ওপেন। এখন মোদীজি আছেন। জয় মোদীজি ছাড়া কিছুই বলার নেই আমার।’ সঙ্গে তাঁর দাবি মোদী সম্পর্কে খারাপ কথা বলার কারণে বহু লোকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছে।

মৌসুমী চট্টোপাধ্যায় পরিস্কার জানিয়ে দেন, ‘আমি সবাইকে বলি আমার সামনে যত ইচ্ছে বিজেপির অন্য নেতাদের নিন্দা করো।কিন্তু মোদীজি সম্পর্কে কিছু বললে আমি মোটেই ছেড়ে কথা বলব না। দেশটার জন্য উনি অনেক করেছেন। জিভে কাঁচি চালিয়ে দেব।’