প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ ইস্টবেঙ্গল

আনোয়ার আলিকে (Anwar Ali ) কেন্দ্র করে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। নয়া মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal) যোগদান করেছেন এই…

Anwar Ali

আনোয়ার আলিকে (Anwar Ali ) কেন্দ্র করে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। নয়া মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal) যোগদান করেছেন এই ভারতীয় ডিফেন্ডার। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। পরবর্তীতে আনোয়ার আলিকে রাখা নিয়ে দেখা দেয় দুই প্রধানের দ্বন্দ্ব। শেষ পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায় চলে যায় গোটা বিষয়টি। প্রথমদিকে এই ইস্যু নিয়ে যথেষ্ট সক্রিয়তা দেখা গেলেও সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে পরিস্থিতি। পিছোতে থাকে শুনানির দিনক্ষণ।

   

অবশেষে মাস দুয়েকের অপেক্ষার পর গত কয়েকদিন আগেই আনোয়ার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আওতাধীন ‘পিএসসি।’ সেই অনুযায়ী আগামী চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে জাতীয় দলের এই ফুটবলারকে। পাশাপাশি ট্রান্সফার ব্যানের পাশাপাশি বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে ও বলা হয়েছে ফুটবলার সহ ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে‌। যারফলে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছিল সবুজ-মেরুন। কিন্তু পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল যে সহজে হাল ছাড়বে না তাঁর আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই।

সেটাই হল এবার। বিশেষ সূত্র মারফত খবর, আনোয়ার আলির শাস্তির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে লাল-হলুদ ব্রিগেড। একই পথেই এগিয়েছে রঞ্জিত বাজাজের দিল্লি এফসি। উল্লেখ্য, পিএসসির সিদ্ধান্ত আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবীদের সাথে কথা বলার প্রসঙ্গ বারংবার তুলেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। অভিনব কায়দায় সেই পন্থাই অবলম্বন করলো ময়দানের এই প্রধান।

এক্ষেত্রে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে সরাসরি বিতর্কে না জড়ালেও, পিএসসির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চাইল ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে হাইকোর্টের তরফে সবুজ সংকেত মিললে আসন্ন আইএসএলে মাঠে নামতে পারবেন আনোয়ার আলি। দলের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা।