East Bengal : বকেয়া সমস্যা এখনও মেটেনি

ক্লাবে (East Bengal) খেলে যাওয়া একাধিক ফুটবলারের বকেয়া বেতন সমস্যা এখনও মেটেনি। যার ফলে ট্রান্সফার ব্যানও ওঠেনি। সমস্যায় কবে মিটবে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্লাব…

East Bengal : বকেয়া সমস্যা এখনও মেটেনি

ক্লাবে (East Bengal) খেলে যাওয়া একাধিক ফুটবলারের বকেয়া বেতন সমস্যা এখনও মেটেনি। যার ফলে ট্রান্সফার ব্যানও ওঠেনি। সমস্যায় কবে মিটবে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্লাব সমর্থকরা।

কেবিন লোবো সহ একাধিক ফুটবলারের বেতন বাকি ছিল। শেষ পর্যন্ত ক্লাবের প্রাক্তন ইনভেস্টর শ্রী সিমেন্ট কিছুটা নমনীয় হওয়ার সমস্যা কিছুটা হলেও মিটেছে বলে আগে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু চিন্তা এখনই কমছে না। কারণ ওমিড সিং, স্যান্টোস কোলাডোদের বেতন এখনও বাকি বলেই জানা যাচ্ছে।

প্রত্যেক খেলোয়াড়ের বকেয়া না মেটানো পর্যন্ত ট্রান্সফার ব্যান উঠবে না। ব্যান না উঠলে নতুন ফুটবলারও নেওয়া যাবে না। সমর্থকদের প্রশ্ন, বকেয়া মেটানোর দায় কে নেবে? 

Advertisements

অন্য দিকে ইমামী এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে সই এখনও হয়নি। আলোচনা হলেও সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষই। ফলে ব্যানের বিষয়টা এখনও ঝুলেই রয়েছে ক্লাবের ওপর।