Naorem Mahesh Singh: দুই বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল

মনিপুরের উইংগার নাওরেম মহেশ সিং’কে (Naorem Mahesh Singh) দুই বছরের চুক্তিতে দলে নিলো ইস্টবেঙ্গল। গত মরশুমে নাওরেম ইস্টবেঙ্গলে এসেছিলেন লোনে । ১৮ টা ম‍্যাচ খেলেছিলেন৷…

Naorem Mahesh Singh

মনিপুরের উইংগার নাওরেম মহেশ সিং’কে (Naorem Mahesh Singh) দুই বছরের চুক্তিতে দলে নিলো ইস্টবেঙ্গল। গত মরশুমে নাওরেম ইস্টবেঙ্গলে এসেছিলেন লোনে । ১৮ টা ম‍্যাচ খেলেছিলেন৷ গোল করেছিলেন দুটি। তার পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টবেঙ্গল তাকে দলে রেখে দিল এই মরশুমে।এছাড়া শিলং লাজং, কেরালা ব্লাস্টার্স বি, সুদেভা দিল্লি’তে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: Amrinder Singh: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অমরিন্দর আসছেন ইস্টবেঙ্গলে

এদিকে শোনা যাচ্ছে গত মরশুমে রাজস্থান ইউনাইটেডে খেলা ২৪ বছর বয়সী ভারতীয় লেফট উইংগার আলোসিওস এম’কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এমনটাই শোনা যাচ্ছে। এর আগে ক্যালকাটা কাস্টমস,কেরালা ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছিলেন তিনি।

Advertisements

আরও পড়ুন: Bikash Yumnam: এই ডিফেন্ডার’কে দলে পাচ্ছে না ইস্টবেঙ্গল

ইতিমধ্যে শহরে হাজির হয়েছে ইস্টবেঙ্গলের এই মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লীগের কোচ বিনো জর্জ৷ শহরে আসছে গত মরশুমে প্রিকন্ট্রাক্টে থাকা ফুটবলার’রা। আর হাতে গোনা কয়েক দিন বাদেই ডুরান্ড কাপ৷ তাই এখন খুব বিশেষ একটা ভাবনা চিন্তা করার সময় নেই ক্লাবের হাতে। শোনা যাচ্ছে, আইএসএলে আগে প্রাক মরশুম প্রস্তুতি সারতে ইস্টবেঙ্গল মালেয়শিয়া ট‍্যুরে যেতে পারে৷ তবে গোটা বিষয়টি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।