East Bengal : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেললেই গোল করেছে হায়দরাবাদ 

সমস্যায় জর্জরিত হায়দরাবাদ এফসি। একের পর এক নামকরা ফুটবলার ছেড়েছে দল। মূলত তরুণ ভারতীয় ফুটবলারদের এখন মাঠে নামাচ্ছে ক্লাব। ইস্টবেঙ্গল এফসির (East Bengal) বিরুদ্ধে হায়দরাবাদ…

East Bengal

সমস্যায় জর্জরিত হায়দরাবাদ এফসি। একের পর এক নামকরা ফুটবলার ছেড়েছে দল। মূলত তরুণ ভারতীয় ফুটবলারদের এখন মাঠে নামাচ্ছে ক্লাব। ইস্টবেঙ্গল এফসির (East Bengal) বিরুদ্ধে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) ভারতীয় ব্রিগেড পয়েন্ট কেড়ে নেওয়ার চেষ্টা করবে। ইস্টবেঙ্গলের (East Bengal vs Hyderabad FC) বিরুদ্ধে বরাবর গোল পেয়েছে নিজামের শহরের এই দল। 

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের আগে আলোচনা হচ্ছে কিছু পরিসংখ্যান নিয়ে। সম্প্রতি ফর্ম বা অন্য সব দিক বিচার করলে ইস্টবেঙ্গল আজকের ম্যাচে এগিয়ে থাকবে। কিছু দিন আগে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল মশাল বাহিনী। এরপর ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League) খেলতে নেমে ফের বাস্তবের রুক্ষ মাটিতে ইস্টবেঙ্গল। পয়েন্ট খোয়াতে খোয়াতে লীগ ক্রম তালিকার দশ স্থানে নেমে এসেছিল দল। হায়দরাবাদ এফসি রয়েছে পয়েন্ট লিস্টের সবার শেষে। এবারের ইন্ডিয়ান সুপার লীগে একটিও ম্যাচ তারা জেতেনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো কিছু খেলে পয়েন্ট আদায় করে নিতে চাইবে হলুদ কালো জার্সিধারীরা। 

ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত মোট সাতবার একে অন্যের মুখোমুখি হয়েছে এই দুই দল। হায়দরাবাদ এফসি জিতেছে মোট চারবার। দু’বার ড্র হয়েছে, ইস্টবেঙ্গল একবার জিতেছে। এই একটিমাত্র জয় এসেছে এবারের মরসুমেই। 

এ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে সাতবারের মুখোমুখিতেই গোল পেয়েছে হায়দরাবাদ এফসি। সাতবারের সাক্ষাতে হায়দরাবাদ ১৪ গোল দিয়েছে ইস্টবেঙ্গলকে। ছ’গোল করতে পেরেছে ইস্টবেঙ্গল।

  • আজকের ম্যাচের মাঠ- জিএমসি বালাযোগী স্টেডিয়াম, হায়দরাবাদ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ থেকে।
  • সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং টিভি চ্যানেল: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ
  • অ্যাপ: জিও সিনেমা ও ওয়ানফুটবল