Super Cup: শনি থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করছে ইস্টবেঙ্গল

East Bengal Gears Up for Super Cup

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ওডিশার ভুবনেশ্বর এর বুকে শুরু হতে চলেছে সুপার কাপ ( Super Cup)। বর্তমানে সেদিকেই নজর দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। চলতি আইএসএল-মরশুমের শুরুটা খুব একটা ভালো থাকেনি লাল হলুদের (East Bengal)। প্রথম ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে দাপুটে পারফরমেন্স থাকলেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

Advertisements

   

পরবর্তীতে হায়দরাবাদ এফসির পক্ষে ঘরের মাঠে জয় আসলেও বেঙ্গালুরু ম্যাচই মুখ থুবড়ে পড়তে হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান কে। তারপর এফসি গোয়া হোক কিংবা কেরালা ব্লাস্টার্স। যা নিয়ে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। আসলে বছর বছর একই পারফরম্যান্স কিছুতেই যেন নিতে পারছেন না দলের সমর্থকরা।

Advertisements

তবে সবকিছু ভুলে। মুম্বাই সিটি এফসি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। তারপর শক্তিশালী ওডিশার বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স করলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের তরুণ আর পেনাল্টি পাওয়া সম্ভব হয়নি। নাহলে হয়ত ফের তিন পয়েন্ট ঘরে তুলতে পারতো মশাল ব্রিগেড। কিন্তু তা হয়নি। নতুন বছরের শুরু থেকেই এবার নিজেদের ফর্ম ফেরাতে চাইছে ইস্টবেঙ্গল। তাই এবার কার্লোস কুয়াদ্রাতের পাখির চোখ সুপার কাপ। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া ইস্টবেঙ্গল।

এই মর্মেই আগামীকাল থেকেই অনুশীলনে নেমে পড়ছে ক্লেটনরা। এখানে প্রথম ম্যাচই তাদের মুখোমুখি হতে হবে হায়দরাবাদ এফসি বিপক্ষে। তারপর লড়াই করতে হবে আইলিগের যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। এরপর বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ।