নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হবে দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। বর্তমানে ইস্টবেঙ্গল দলের তুলনায় নিজামের শহরের এই ফুটবল ক্লাব অনেকটা পিছিয়ে থাকলে ও কোনও রকম ভাবেই তাঁদের হালকাভাবে নিচ্ছেন না অস্কার ব্রুজন।
বলাবাহুল্য, চলতি এই ফুটবল লিগের প্রথম লেগে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিল হায়দরাবাদ দল। ম্যাচের শেষ লগ্নে দলের হয়ে একটিমাত্র গোল করেছিলেন মনোজ মহম্মদ। লাল-হলুদের এই প্রাক্তনীর কাঁটায় বিদ্ধ হয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল উভয় দলকে।
তাই সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার নিজেদের প্রস্তুত করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই নিয়েই মুখ খোলেন ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রাওকিপ। তিনি বলেন, ” এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। ব্যাক টু ব্যাক ভালো পারফরম্যান্স বজায় রাখার জন্য। আমরা এবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামব। তাই এটা একটা বিরাট বড় সুযোগ রয়েছে, যে টানা তিনটি ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য। আমাদের দলের প্রত্যেক ফুটবলারদের সেই দিকেই নজর রয়েছে। এবং সেই সমস্ত কিছু মাথায় রেখেই সকলে নিজেদের তৈরি করেছে।”
Also Read | নিজাম শহরের বিপক্ষে মশাল জ্বালাবে কে ফাঁস অস্কার ব্রুজোর
বলাবাহুল্য, গত বেশ কয়েক ম্যাচ আগে এই অভিনব রেকর্ড করার সুযোগ থাকলেও সেটা সম্ভব হয়নি ময়দানের এই প্রধানের পক্ষে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তা সম্ভব হলে আগের থেকে আরও অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে অস্কার ব্রুজনের ছেলেরা। যরফলে অনায়াসেই চাপে পড়ে যেতে পারে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেডের মতো শক্তিশালী ফুটবল ক্লাব। কিন্তু লড়াইটা যে এতটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন রাওকিপ। তবুও নিজেদের ভুল ত্রুটি শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া মশাল ব্রিগেড।
বিশেষ করে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচ গুলি থেকে সম্পূর্ণ পয়েন্ট সংগ্রহ করা ছাড়া আর কোনও উপায় নেই গতবারের সুপার কাপ জয়ীদের। এছাড়াও কিছুটা নজর রাখতে হবে অন্যান্য দল গুলির দিকে।