শুরু হচ্ছে এবারের সুপার কাপ (Kalinga Super Cup)। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তার আগে ইস্টবেঙ্গল এফসির তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা নিজের ভাবনার কথা তুলে ধরেছেন। সুপার কাপের আগেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাথায় ঘুরছে ইন্ডিয়ান সুপার লীগ।
এবারের সুপার কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে আগামী মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২-এ অংশ নেওয়ার সুযোগ পাওয়া থাকবে ভারতীয় ক্লাবের সামনে। তাই সুপার কাপকে হেলাফেলা করার সুযোগ নেই। ইন্ডিয়ান সুপার লীগের পাশাপাশি এই প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে চাইবে বহু দল। অনেকে দলে এবার আইএসএল জেতার সম্ভাবনা কম। সুপার কাপে ভালো কিছু করে দেখানোর সুযোগ থাকবে তাদের সামনে।
এবারের ঘরোয়া টুর্নামেন্ট, ডুরান্ড কাপে ভালো খেলেছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লীগের তুলনায় অংশ নেওয়া বাকি প্রতিযোগিতার মেয়াদ কম ছিল। দ্রুত লয়ের প্রতিযোগিতায় এবার লাল হলুদে পারফরম্যান্স ভালো। সেই সূত্র ধরে এগোলে সুপার কাপেও মশাল বাহিনীর জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে। হাদরাবাদ এফসির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্লেটন সিলভা।
Coach Carles spoke about our target in the #KalingaSuperCup, whilst addressing the media yesterday. 💬#JoyEastBengal #EastBengalFC #IndianFootball pic.twitter.com/pTwpmcMcnY
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2024
সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “যত বেশি ম্যাচ খেলতে পারব, দল হিসেবে তৈরি হওয়ার জন্য তত ভাল। সুপার কাপের গ্রুপ স্টেজে আমাদের মাত্র তিনটে ম্যাচ খেলতে হবে। পরের রাউন্ডে গ্রুপ থেকে একটা দল যাবে। সেই কারণেই আমাদের কাছে প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আশা করছি, আমাদের সমর্থকদের হতাশ করব না।”