East Bengal: প্রায় দু’বছর পর লিগে গোল করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার

এক সময়কার প্রতিশ্রুতিবান ফুটবলার। এখন বয়স ৩১ । অবশেষে গোল করলেন। প্রায় দুই বছর পর আই লিগে গোল করলেন ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া রবিন সিং। 

টোলগে ওজবের সঙ্গে জুটি বেঁধে সাড়া ফেলে দিয়েছিলেন রবিন সিং। রলি টলি জুটি ছিল প্রতিপক্ষ দলের ত্রাস। কালের নিয়মে দুজনেই প্রচারের আলোকের অনেক বাইরে। অস্ট্রেলিয়ার টোলগে নিজের জীবনধারণের পন্থা বদলেছিলেন বলে শোনা গিয়েছিল আগে। রবিন সিং চেষ্টা করে গিয়েছেন মরশুমের পর মরশুম। ভারতের বহু দলে খেলেছেন। জাতীয় দলে খেলেছেন । কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 

   

মঙ্গলবার রাউন্ড গ্লাস পাঞ্জাব ফুটবল ক্লাবের সঙ্গে খেলা ছিল কেঙ্কেরে ফুটবল ক্লাবের। একপেশে হয়েছে আই লিগের এই ম্যাচ। ০-৪ গোলে জিতেছে পাঞ্জাবের দলটি। একটি গোল করেছেন রবিন সিং। প্রায় দুই বছর পর আই লিগের মঞ্চে তিনি গোল করলেন। 

রাউন্ড গ্লাস পাঞ্জাব ফুটবল ক্লাবের কোচ অ্যাশলে ওয়েস্টউড। বেঙ্গালুরুর এফসির কোচ ছিলেন এক সময়। চলতি আই লিগে তিনটি ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে পাঞ্জাব। একটি ড্র। ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রবিন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন