HomeSports NewsEast Bengal: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকারকে নিয়ে মিলতে পারে বড় আপডেট

East Bengal: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকারকে নিয়ে মিলতে পারে বড় আপডেট

- Advertisement -

ইস্টবেঙ্গলের (East Bengal) প্রাক্তন স্ট্রাইকার হাভিয়ের সিভেরিওকে (Javier Siverio) নিয়ে পাওয়া যেতে পারে বড় আপডেট। নতুন চুক্তি পত্রে সই করতে পারেন তিনি। আসন্ন মরসুমেও খেলতে পারেন ইন্ডিয়ান সুপার লিগে।

   

East Bengal: শুরু থেকেই কুয়াদ্রতকে এই কথা বলেছেন প্রভাত!

২০২৩-২৪ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন স্পেনের ফুটবলার হাভিয়ের সিভেরিও। লাল হলুদ জার্সিতে বেশ কিছু ম্যাচে খেললেও দাগ কাটতে পারেননি। যদিও ক্লাবের ট্রফি খোঁড়া কাটানোর পিছনে অবদান রেখেছিলেন। ইস্টবেঙ্গলের কলিঙ্গ সুপার কাপ জয়ী দলের হয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।

কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে কাজের কাজ করতে পারেননি। প্রতিপক্ষের গোলের সামনে ছিলেন নিষ্প্রভ। এরপরেই তাঁকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ থেকে যোগ দিয়েছিলেন জামশেদপুর এফসিতে। ইস্টবেঙ্গল থেকে লোনে যোগ দিয়েছিলেন জামশেদপুর এফসিতে। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর নিজের ফর্ম খুঁজে পেয়েছিলেন হাভিয়ের সিভেরিও।

গত মরসুমে জামশেদপুর এফসির হয়ে করেছিলেন কিছু গোল। ইস্পাতনগরীর ক্লাবটির হয়ে শুরুটা ভাল করলেও পরের দিকে ধারাবাহিক ফর্ম বজায় রাখতে পারেননি। প্রশ্ন উঠতে শুরু করে, স্প্যানিশ স্ট্রাইকারকে জামশেদপুর এফসি ধরে রাখবে কি না?

ISL: নতুন চুক্তিপত্রে সই করে দিল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

সম্প্রতি এক জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হাভিয়ের সিভেরিও-র সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে পারে জামশেদপুর এফসি। ড্যানিয়েল চিমার সঙ্গে ক্লাবের সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন হয়েছে। এই পরিস্থিতিতে আক্রমণভাগে এই অভিজ্ঞ ফুটবলারকে ধরে রাখার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular