East Bengal : রিলায়েন্সের বড় দায়িত্ব পেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

বড় দায়িত্ব পেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রাক্তন ফুটবল। রিলায়েন্স ফাউন্ডেশনের (RFDL) তরুণ দলের হেড কোচের পদ দেওয়া হয়েছে আরতা ইজুমিকে (Arata Izumi)। বৃহষ্পতিবার মিলেছে এই…

short-samachar

বড় দায়িত্ব পেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রাক্তন ফুটবল। রিলায়েন্স ফাউন্ডেশনের (RFDL) তরুণ দলের হেড কোচের পদ দেওয়া হয়েছে আরতা ইজুমিকে (Arata Izumi)। বৃহষ্পতিবার মিলেছে এই খবর। নতুন দায়িত্ব পেয়ে খুশি ভারতীয় ফুটবলে পরিচিত এই প্রাক্তন ফুটবলার।

   

ভারতীয় ফুটবলের একাধিক ক্লাবে খেলেছেন আরাতা। ভারতে খেলতে এসেছিলেন জাপান থেকে। ভালবেসে ফেলেছিলেন এই দেশকে। এখন পুরোদস্তুর ভারতীয়। চেনেন দেশীয় ফুটবলের নাড়ি-নক্ষত্র।

রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের হেড কোচ হওয়ার পর ইজুমি বলেছেন, ‘উঠতি ফুটবলারদের প্রতিভা মেলে ধরার আদর্শ জায়গা রিলায়েন্সের এই ব্যবস্থাপনা। পেশাদার ফুটবল জগতে জন্য কম বয়সী খেলোয়াড়দের প্রস্তুত করার এই উদ্যোগ প্রশংসনীয়।’

২০০৬-০৭ মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন আরত ইজুমি। চোদ্দোটি ম্যাচ খেলেছিলেন। একটি গোল রয়েছে। এরপর যোগ দিয়েছিলেন মাহিন্দ্রা, পুনে, এটিকে, মুম্বাই, নেরোকা, কেরালা ব্লাস্টার্সের মতো ক্লাবে।