Kolkata Derby: ডার্বিতে খেলতে পারে লাল-হলুদের এই তিন ফুটবলার

East Bengal Footballers

Kolkata Derby: কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে বুধবার থেকে অনুশীলন শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র দল। যেখানে প্রথম থেকেই উপস্থিত থেকেছেন ক্লেটন সিলভা থেকে শুরু করে সাউল ক্রেসপো, রাওকিপ ও মার্ক জোথানপুইয়ার সহ অন্যান্য ফুটবলাররা। তবে জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা ফুটবলারদের আরো কিছুদিন বাড়তি ছুটি দেওয়া হলেও আগামী কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন সকলে। তবে প্রথম দিকে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি মূলত সিচুয়েশন প্র্যাকটিস করাতে দেখা গিয়েছিল কুয়াদ্রাতকে।

Advertisements

গত মরশুমে কুয়াদ্রাতের তত্ত্বাবধানেই কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল মশাল বাহিনী। তাই নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং ম্যাচ খেলবে কলকাতার এই হেভিওয়েট ফুটবল ক্লাব। সেজন্য একাধিক বদল আনা হয়েছে দলের অন্দরে। স্কোয়াডে যুক্ত করা হয়েছে দিমিত্রিস ডায়মান্টাকোস থেকে শুরু করে মাদিহ তালাল ও ডেভিডের মতো ফুটবলারদের। সেজন্য আগের থেকে অনেকটাই শক্তিশালী হতে চলেছে লাল-হলুদের আক্রমণভাগ।

Advertisements

এছাড়াও দলে যুক্ত করা হতে পারে রক্ষণভাগের একাধিক ফুটবলারদের। সব ঠিকঠাক এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে নয়া খেলোয়াড়দের নাম। সেদিকেই নজর সমর্থকদের। এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, আসন্ন কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে সার্থক গোলুই থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী ও মহম্মদ রাকিপের মতো ফুটবলারদের।