East Bengal: সুপার কাপে এগিয়ে থেকেও আটকে গেল লাল-হলুদ, সহজ সুযোগ নষ্ট জারভিসদের

সুপার কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal Football Club)। ম্যাচের প্রথমার্ধে মোবাশির রহমানের গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দলকে সমতায় ফেরান নন্দকুমার।

সুপার কাপের (Super Cup) প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal Football Club)। ম্যাচের প্রথমার্ধে মোবাশির রহমানের গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দলকে সমতায় ফেরান নন্দকুমার। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই দলকে। আগামী ১৩ এপ্রিল সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ওগবেচের হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড।

আজ শুরু থেকেই যথেষ্ট সাবধানী ভাবে ফুটবল খেলতে দেখা গেছে দুই দলের ফুটবলারদের। সময় সুযোগ বুঝে মাঝমাঠ থেকে দুইপক্ষের ফুটবলাররা আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের রক্ষন ভাঙার চেষ্টা করলেও কিছুতেই খুজছিল না গোলের মুখ। তারপর প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় সুযোগ বুঝে ওডিশা রক্ষন ভেঙে ঢুকে পড়েন লাল-হলুদ তারকা মোবাশির রহমান।

সেখান থেকেই আশে সাফল্য। যারফলে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটের মাথায় লাল-হলুদ ডিফেন্ডাদের বোকা বানিয়ে বল গোলে ঠেলে দেন নন্দকুমার। যারফলে ১-১ গোলে সমতায় ফেরে ওডিশা এফসি।

তারপরও দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দুই দলের ফুটবলাররা। তবে শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। বলাবাহুল্য, গোলের একেবারে সহজ সুযোগ নষ্ট করেন লাল-হলুদের বিদেশি ফুটবলার জ্যাক জারভিস। নাহলে অনায়াসেই আজকের ম্যাচ পকেটে পুড়তে পারত স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। যারফলে ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল ইস্টবেঙ্গল কে।