জামশেদপুর ম্যাচে বড়সড় বদল মশালবাহিনীতে, প্রথমার্ধে পিছিয়ে ইস্টবেঙ্গল

Jamshedpur vs East Bengal Football Match

আইএসএলে দলের পারফরম্যান্স খারাপ থাকলেও এবারের ডেভলপমেন্ট লিগে যথেষ্ট ভালো স্থানে ইস্টবেঙ্গল (East Bengal Football Club)। গত ১৪ তারিখ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে লিগের অভিযান শুরু করেছিল বিনো জর্জের ছেলেরা। তারপর সুরচি সংঘ থেকে শুরু করে ওডিশা এফসি। প্রত্যেক ম্যাচেই জয় তুলে নিয়েছিল তুহিনরা।

শেষ ম্যাচে ভালো খেলেও পয়েন্ট ভাগ মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গল কে। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দলের ফুটবলাররা। যারফলে, গোলশূন্য ড্র হয় ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ম্যাচ। তবে আজ ফের জয় তুলে নেওয়ার লড়াই লাল-হলুদের।

   

সেইমতো আজকের ম্যাচে বড়সড় বদল আসে প্রথম একাদশে। দলে আনা হয় তিনজন নতুন ফুটবলার কে। যাদের মধ্যে গোলরক্ষক আদিত্যের বদলে আসে মহম্মদ নিশাদ। দলের আরেক ভরসা রোসেলের বদলে আসে রূপম সেইসাথে সৌরভের বদলে প্রথম একাদশে সুযোগ পান আমন। সেইসাথে অধিনায়ক তুহিন দাসের পাশাপাশি দলের বাকি খেলোয়াড়রা হলেন, অতুল উন্নিকৃষ্ণন, অর্পণ, রাহুল নষ্কর, শ্যামল বিষড়া, নাসেব রহমান, কুশ ছেত্রী ও হিমাংশু জ্যাংড়া।

এবার এই ফুটবলারদের হাত ধরে আদৌ কতটা সফল হয় ইমামি ইস্টবেঙ্গল সেটাই দেখার। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্রথমার্ধের ম্যাচ। যেখানে ২-০ ব্যবধানে পিছিয়ে লাল-হলুদ শিবির। অতুলের আত্মঘাতী গোলের পাশাপাশি বিতর্কিত পেনাল্টির জেরে পিছিয়ে যেতে হয় ইমামি ইস্টবেঙ্গল কে। এবার নজর দ্বিতীয়ার্ধে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন