চলতি ফুটবল মরশুমে এখনো পর্যন্ত ধরাশায়ী অবস্থা লাল-হলুদ (East Bengal) শিবিরের। শুরুটা মোটামুটি ভালো হলেও ম্যাচ এগোনোর সাথে সাথে মুখ থুবড়ে পড়েছে গোটা দল। যারফলে, এবারের আইএসএলের ৯ নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল। যা দেখে হতাশ আপামর ফুটবল সমর্থক থেকে শুরু করে ক্লাব সদস্যরা।
আগামী কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট সুপার কাপ। সেই নিয়েও খুব একটা আশাবাদী নয় লাল-হলুদ সমর্থকরা। লক্ষ্য একটাই, আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠন। এই মর্মেই বিগত কয়েকদিন ধরে নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক চালাচ্ছে সাবেক ক্লাব কর্তারা।
কাছে তাদের দাবি, আগামী মরশুমের জন্য ভালো কোচ নিযুক্ত করার পাশাপাশি বাজেট বাড়িয়ে দলে ভালো ফুটবলার সই করানো। কোচ প্রসঙ্গে ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক হাইপ্রোফাইল নাম। যাদের মধ্যে রয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস, হুসে মালিনা ও সার্জিও লোবেরা। তবে বর্তমানে তাদের প্রত্যেকেই নিজেদের একক শর্তের ভিত্তিতে ইস্টবেঙ্গলে আসতে রাজি। সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য রীতিমতো ইমামির সঙ্গে বৈঠক করছেন ক্লাব কর্তারা।
পাশাপাশি খেলোয়াড়দের নিয়ে ও চলছে আলোচনা। আগামী মরশুমের জন্য ভালো মানের বিদেশি ফুটবলার আনার পাশাপাশি দেশীয় ব্রিগেড ও শক্তিশালী করতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। সেইজন্যই নাকি গত কয়েকদিন ধরে চেন্নাইন এফসির তরুণ ফরোয়ার্ড রহিম আলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে এক্ষেত্রে ট্রান্সফার ফি নিয়ে দেখা দিতে পারে সমস্যা। কারন এই তরুণ ফরোয়ার্ড কে আনার বদলে বিরাট অঙ্কের অর্থ দিতে হবে চেন্নাই কে। শেষ পর্যন্ত তা আদৌ কতটা মানতে পারে ইমামি কতৃপক্ষ, এখন সেটাই দেখার।


