এবারের আইএসএলে ধরাশায়ী অবস্থার পর সুপার কাপের জন্য দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি রাখা হয়েছে ডেভলপমেন্ট লিগে খেলা বেশকিছু খেলোয়াড়দের। বলা যায় ছোট ও বড়দের সমন্বয় এবার দল সাজিয়েছে লাল-হলুদ শিবির।
আগামী ৯ই এপ্রিল থেকে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে মশাল বাহিনী। যেখানে প্রথম ম্যাচে তাদের খেলতে হবে ওডিশা এফসির বিপক্ষে। তারপর ১৩ ই এপ্রিল আইএসএল সেমিফাইনালিস্ট হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ব্রিগেড। তার আগে আজই কেরালা উড়ে যাচ্ছে গোটা দল।
এবারের এই সুপার কাপের জন্য গোলরক্ষক হিসেবে স্কোয়াডে রয়েছেন কমলজিত সিং, পবন কুমার ও শুভম সেন। পাশাপাশি রক্ষনভাগে রাখা হয়েছে মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেস, প্রীতম কুমার সিং, জেরী লালরিংজুয়ালা, লালচুংনুঙ্গা, কিরিয়াকো,তুহিন ও অতুল উন্নিকৃষ্ণন। দলের হয়ে মাঝমাঠ সামলাবেন মোবাশীর রহমান, সৌভিক চক্রবর্তী, অ্যালেক্স লিমা, সুমিত পাসি, মহেশ সিং, জর্ডন দোহার্টি, অমরজিত সিং ও হিমাংশু। অন্যদিকে ফরোয়ার্ড লাইনে থাকছেন জ্যাক জার্ভিস, ভিপি সুহের, হাওকিপ ও অধিনায়ক ক্লেটন সিলভা।
এবার এই তারকাদের হাত ধরেই সুপার কাপে ভালো ফল করার স্বপ্ন দেখছে ইমামি ইস্টবেঙ্গল। তবে গত তিনবছর ধরেই একেবারে নাজেহাল পরিস্থিতি লাল-হলুদ শিবিরের। প্রত্যেকবার কোচের পাশাপাশি দলীয় ফুটবলারদের বদল করা হলেও ভাগ্য ফেরেনি তাদের। যারফলে এবার ও লিগ টেবিলের তলানিতে থেকে শেষ করতে হয়েছে লাল-হলুদ কে। আসন্ন সুপার কাপে আদৌ কতটা উন্নতি করতে পারে, এখন সেটাই দেখার।