East Bengal FC: সুপার কাপের জন্য দল ঘোষণা ইস্টবেঙ্গলের, কারা সুযোগ পেলেন স্কোয়াডে?

এবারের আইএসএলে ধরাশায়ী অবস্থার পর সুপার কাপের জন্য দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি রাখা হয়েছে ডেভলপমেন্ট লিগে খেলা বেশকিছু খেলোয়াড়দের।

Emami East Bengal

এবারের আইএসএলে ধরাশায়ী অবস্থার পর সুপার কাপের জন্য দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। যেখানে সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি রাখা হয়েছে ডেভলপমেন্ট লিগে খেলা বেশকিছু খেলোয়াড়দের। বলা যায় ছোট ও বড়দের সমন্বয় এবার দল সাজিয়েছে লাল-হলুদ শিবির।

আগামী ৯ই এপ্রিল থেকে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে মশাল বাহিনী। যেখানে প্রথম ম্যাচে তাদের খেলতে হবে ওডিশা এফসির বিপক্ষে। তারপর ১৩ ই এপ্রিল আইএসএল সেমিফাইনালিস্ট হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ব্রিগেড। তার আগে আজই কেরালা উড়ে যাচ্ছে গোটা দল।

এবারের এই সুপার কাপের জন্য গোলরক্ষক হিসেবে স্কোয়াডে রয়েছেন কমলজিত সিং, পবন কুমার ও শুভম সেন। পাশাপাশি রক্ষনভাগে রাখা হয়েছে মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেস, প্রীতম কুমার সিং, জেরী লালরিংজুয়ালা, লালচুংনুঙ্গা, কিরিয়াকো,তুহিন ও অতুল উন্নিকৃষ্ণন। দলের হয়ে মাঝমাঠ সামলাবেন মোবাশীর রহমান, সৌভিক চক্রবর্তী, অ্যালেক্স লিমা, সুমিত পাসি, মহেশ সিং, জর্ডন দোহার্টি, অমরজিত সিং ও হিমাংশু। অন্যদিকে ফরোয়ার্ড লাইনে থাকছেন জ্যাক জার্ভিস, ভিপি সুহের, হাওকিপ ও অধিনায়ক ক্লেটন সিলভা।

Advertisements

East Bengal FC: সুপার কাপের জন্য দল ঘোষণা ইস্টবেঙ্গলের, কারা সুযোগ পেলেন স্কোয়াডে?

এবার এই তারকাদের হাত ধরেই সুপার কাপে ভালো ফল করার স্বপ্ন দেখছে ইমামি ইস্টবেঙ্গল। তবে গত তিনবছর ধরেই একেবারে নাজেহাল পরিস্থিতি লাল-হলুদ শিবিরের। প্রত্যেকবার কোচের পাশাপাশি দলীয় ফুটবলারদের বদল করা হলেও ভাগ্য ফেরেনি তাদের। যারফলে এবার ও লিগ টেবিলের তলানিতে থেকে শেষ করতে হয়েছে লাল-হলুদ কে। আসন্ন সুপার কাপে আদৌ কতটা উন্নতি করতে পারে, এখন সেটাই দেখার।