আইএসএলের দ্বিতীয় লেগটা ও খুব একটা সুখকর হচ্ছে না ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। একের পর এক ম্যাচে শুধুই পরাজয়। রবিবার ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের কাছে ও ধরাশায়ী হতে হয়েছে তাদেরকে। যা নিয়ে প্রচন্ড হতাশা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। তবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে (RFDL) গতবারের ছন্দই বজায় রয়েছে তাদের।
শুরুটা আশানুরূপ না হলেও বর্তমানে ব্যাপক ছন্দে রয়েছে বিনো জর্জের ছেলেরা। গত ম্যাচে ময়দানের আরেক দাপুটে ফুটবল ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে দল পরাজিত হলেও এবার তারা পরাজিত করল কালীঘাট মিলন সংঘ ক্লাবকে।
নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ফলাফলে জয় ছিনিয়ে নিয়েছে লাল-হলুদের ছোটরা। দলের হয়ে আজ গোল পান যথাক্রমে শ্যামল বেসড়া এবং আমন সিকে। এই জয়ের দরুণ এবারের টুর্নামেন্টের লড়াইয়ে অনেকটাই স্বস্তি দেবে তাদের। এই জয় আসার ফলে বর্তমানে ইস্টজোনের পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে আসল মশাল ব্রিগেড।
FT| 🔙 to winning ways!✌️#RFDL #JoyEastBengal #EastBengalFC @RFYouthSports pic.twitter.com/xQb6bVQuzi
— East Bengal FC (@eastbengal_fc) March 11, 2024
এখন এই ছন্দ বজায় রাখাই একমাত্র লক্ষ্য তাদের। আগামী কয়েকদিন পরেই তাদের খেলতে হবে আইএসএলের দল জামশেদপুর এফসির বিপক্ষে। তারপর ১৮ মার্চ বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। সেখানে মুখোমুখি হতে হবে বাস্তব রায়ের সবুজ-মেরুনের বিপক্ষে।
তবে বর্তমানে ম্যাচ প্রতি এগোতে চান লাল-হলুদের জুনিয়র দলের কোচ। অ্যাওয়ে ম্যাচে এই জয়ের পর এবার জামশেদপুর এফসিকে আটকানোর জন্য ছক কষতে শুরু করে দিয়েছেন তিনি।