East Bengal FC: ইস্টবেঙ্গল এফসির টুইট ঘিরে চাঞ্চল্য

চলতি ইন্ডিয়ান সুপার লিগে( ISL) টানা চার ম্যাচ হারের পর ২০২২-২৩ সেশনের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠে…

East Bengal FC's tweet creates a stir

চলতি ইন্ডিয়ান সুপার লিগে( ISL) টানা চার ম্যাচ হারের পর ২০২২-২৩ সেশনের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে লাল হলুদ ব্রিগেড। রেড এন্ড গোল্ড ব্রিগেডের পরের ম্যাচ ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে,১৮ নভেম্বর। ইতিমধ্যে টিম ইস্টবেঙ্গল ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Advertisements

ওড়িশা এফসির বিরুদ্ধে টিম ইস্টবেঙ্গল জিততে কতটা মরিয়া ভক্তদের তা বোঝাতে মঙ্গলবার, ইস্টবেঙ্গল এফসির টুইট পোস্ট লাল হলুদ সমর্থকদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।এই টুইট পোস্টে ইস্টবেঙ্গল ফুটবলার নাওরেম মহেশ সিং’কে রোবোকোপের আদলে সামনে আনা হয়েছে।

বিজ্ঞাপন

গত দুই ISL মরসুমে লিগের লাস্ট বয় তকমা নিয়ে টাইটেলশিপ অভিযান শেষ করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ইতিমধ্যে টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে মাত্র দুম্যাচে জয়ের মুখ দেখেছে কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা,আর ৪ ম্যাচ হেরে কনস্টাটাইনের ফুটবল বোধ নিয়ে এখনই লাল হলুদ ভক্তেরা প্রশ্ন তুলে দিয়েছে।ঘরের মাঠে প্রথম জয় খুঁজতে নেমে চুটিয়ে অনুশীলন করছে টিম ইস্টবেঙ্গল। ভক্তদের প্রত্যাশা এই সেশনে ঘরের মাঠে উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক প্রিয় দল ইস্টবেঙ্গল এফসি।