East Bengal FC: মরসুম শুরু হওয়ার আগেই পরিকল্পনা জানিয়ে দিলেন কুয়াদ্রত! 

ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এই মরসুমে আরও ট্রফির জন্য লড়াই করতে প্রস্তুত। কোচ নিজেও সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বিনিয়োগকারী ইমামি গ্রুপের সহায়তায় ইস্টবেঙ্গল…

East Bengal Coach Carles Cuadrat

ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এই মরসুমে আরও ট্রফির জন্য লড়াই করতে প্রস্তুত। কোচ নিজেও সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বিনিয়োগকারী ইমামি গ্রুপের সহায়তায় ইস্টবেঙ্গল গ্রিক স্ট্রাইকার এবং গত আইএসএল মরসুমের গোল্ডেন বুট বিজয়ী দিমিত্রিওস দিয়ামান্তাকোসের পাশাপাশি ফরাসি প্লেমেকার মাদিহ তালালকে দলে নিয়েছে। ভারতের মিডফিল্ডার জিকসন সিংও চার বছরের চুক্তিতে কার্লেস কুয়াদ্রতের (Carles Cuadrat) দলে যোগ দিয়েছেন। 

   

East Bengal: কুয়াদ্রত ঈশ্বর প্রেরিত, বললেন ইমামি কর্তা

“ভারতীয় ফুটবলে আমার সাত বছরের কেরিয়ারে এটা অবশ্যই অন্যতম সেরা স্কোয়াড। অবশ্যই, আমরা চাপে থাকব, তবে ফুটবল এমন চাপের মধ্যে থাকা এবং চ্যালেঞ্জগুলি গ্রহণ করতেই হবে,” কুয়াদ্রাত বলেছেন।

স্প্যানিশ কোচের বিশ্বাস, এই মরসুমে তাঁর দল আরও সক্রিয় ও আক্রমণাত্মক হবে। “গত মরসুমে দলের গভীরতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট ছিল না। তবে এবার প্রতিযোগিতার ফাইনালে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত মরসুমে গোল রক্ষা ও পয়েন্ট জেতার ব্যাপারটাই বেশি ছিল। কিন্তু এখন আমাদের হাতে বিকল্প আছে এবং এই মরসুমে আমরা আরও আক্রমণাত্মক হতে যাচ্ছি।”

Transfer News: সাদিকুর সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে যুক্ত করল ক্লাব

গত মাসে ম্যানচেস্টার সিটির বর্তমান ম্যানেজারের প্রথম শিরোপার ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেপ গার্দিওলার সঙ্গে দেখা করেছিলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ দিমাস দেলগাদো। ২০০৭-০৮ মরসুমে বার্সেলোনা বি দলের সদস্য ছিলেন দেলগাদো। 

দেলগাদো বলেছেন , “যেহেতু তিনি সিটি থেকে এসেছেন, তাই মুম্বই সিটি আলোচনায় এসেছিল। কারণ প্রিমিয়ার লিগের ক্লাবটি আইএসএল দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তবে আমরা ইস্টবেঙ্গলে নিয়েও কথা বলেছি এবং তিনি নতুন মরসুমের জন্য আমাদের সৌভাগ্য কামনা করেছেন।”