East Bengal FC: দুই বিদেশির ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল (East Bengal FC) খেলছে ইস্টবেঙ্গলের মতো। আরও একবার সিএফএল জেতার লক্ষ্যে এগোচ্ছে ক্লাব। রিজার্ভ দলের ফুটবলারদের পাশাপাশি তৈরি রাখা হচ্ছে সিনিয়র…

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল (East Bengal FC) খেলছে ইস্টবেঙ্গলের মতো। আরও একবার সিএফএল জেতার লক্ষ্যে এগোচ্ছে ক্লাব। রিজার্ভ দলের ফুটবলারদের পাশাপাশি তৈরি রাখা হচ্ছে সিনিয়র দলের খেলোয়াড়দের। কলকাতা ফুটবল লিগে দলের পারফরম্যন্স যেমন ফুটবল প্রেমীদের নজরে রয়েছে, তেমনই চোখ রয়েছে লাল হলুদের অনুশীলনের দিকে। 

   

East Bengal FC: চিন্তা বাড়াচ্ছে লাল-হলুদের ৫ ফুটবলার

খাতায় কলমে ইস্টবেঙ্গল এবার বেশ শক্তিশালী দল গঠন করেছে। মাঠে ফলাফল কেমন হয় সেটা বলবে সময়। তার আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করছেন কোচ ও কোচিং স্টাফরা। দলের একাধিক নামী ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। দুই বিদেশি ফুটবলার পুরোপুরি ফিট নয় বলে মনে করা হচ্ছে। 

সাউল ক্রেসপোকে নিয়ে প্রশ্ন রয়েছে। অনুশীলনে এসেছেন। কিন্তু এখনও পুরো দমে প্র্যাকটিস করেননি। নিজেকে ফিট করার জন্য চেষ্টা চালাচ্ছেন। কন্ডিসনিং কোচের পর্যবেক্ষণে করছেন রিহ্যাব। স্প্যানিশ মিডফিল্ডার পুরোপুরি কবে ফিট হতে পারবেন সে কথা এখনই বলা মুশকিল। 

Cleiton Silva: দিমি-ডেভিড থাকলেও ক্লেইটন দেবেন নিজের সেরাটা

আরও এক বিদেশি হলেন ক্লেইটন সিলভা। তিনিও সম্ভবত পুরোপুরি ফিট নন। অনুশীলনে এসেছিলেন। কিন্তু খুব বেশি সময় মাঠে থাকেননি। অনুশীলন শেষ হওয়ার আগে ছেড়েছিলেন প্র্যাকটিস সেশন। সম্প্রতি আসন্ন মরসুম সম্পর্কে সিলভা বলেছিলেন, ‘সব সময় নিজেকে পুশ করতে পছন্দ করি। আমি যখনই মাঠে থাকি তখনই আরও ভাল খেলার চেষ্টা করি।’