কলকাতা: কলকাতা ফুটবল লিগের ‘বি’ গ্ৰুপের শীর্ষেই রইল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করেছে লাল হলুদ ব্রিগেড। শনিবারের ম্যাচে জোড়া গোল করেছেন এডউইন।
‘ভুল ব্যাখ্যা করা হয়েছে…’, আরজি করের ধর্ষণ প্রসঙ্গে ‘ইউ-টার্ন’ সৌরভের
শনিবার নিজেদের ঘরের মাঠে কলকাতা ফুটবল লিগের ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। কালীঘাটের বিরুদ্ধে এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন অভিজ্ঞ ফুটবলার ভিপি সুহের। হীরা মন্ডলকেও রাখা হয়েছিল প্রথম একাদশে।
কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে বলের দখল নিজেদের কাছে রেখেছিলেন লাল হলুদ ফুটবলাররা। ফলত ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি তাদের। বিরতির আগে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। জেসিন টিকের গোলে লিড নিয়েছিল ইস্টবেঙ্গল।
বিরতির পর ইস্টবেঙ্গল এফসি দিয়েছে আরও তিন গোল। যার মধ্যে রয়েছে এডউইনের জোড়া গোল। ৫৬ মিনিটে তাঁর করা গোলটি ছিল বিশ্বমানের। প্রতিপক্ষের বক্সের অনেকটা বাইরে থেকে দূরপাল্লার জোরালো শটে গোল করেন এডউইন। ৭৪ মিন্টে আজাদের করা গোলটিও ছিল দেখার মতো। গোলকিপারের অবস্থান দেখে নিয়ে বাঁক খাওয়ানো শটে গোল করেছেন এই তরুণ ফুটবলার। সময় যত এগোচ্ছে ততই নজর কাড়ছেন আজাদ।
‘অপ্রীতিকর ঘটনার চেয়ে…’, ডার্বি বাতিল নিয়ে সপাট জবাব দীপেন্দুর
A BIG WIN! ❤️💛
Well done, boys! 👏#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/TpSC3aqm05
— East Bengal FC (@eastbengal_fc) August 17, 2024
৯ ম্যাচের মধ্যে ৮টি ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল। একটি ম্যাচে ড্র। লাল হলুদ ব্রিগেডের দখলে ২ পয়েন্ট। গোল পার্থক্য ২৫।