বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা যায় যে লাল-হলুদে (East Bengal FC) প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera as Head Coach)। যিনি অ্যান্তোনিও লোপেজ হাবাসের পর আইএসএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের মধ্যে একজন। ভারতীয় ফুটবলের জগতে প্রথমে এফসি গোয়া ও পরবর্তীকালে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছেন তিনি।
গোয়ায় আইএসএল না জিতলে ও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তার হাত ধরেই সুপার কাপ জিতেছিল এফসি গোয়া। এরপরে চলে আসেন মুম্বাই সিটিতে। তাদেরকে নিজে হাতে আইএসএল জিতিয়েছিলেন লোবেরা। বর্তমানে চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও ইস্টবেঙ্গলের অফার পেয়ে শুরু থেকেই যথেষ্ট আগ্ৰহী এই স্প্যানিশ কোচ। সেইমতো তার সাথে কথাবার্তা ও এগিয়ে নিয়ে গিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই চিনের ক্লাব থেকে এনওসি পেয়ে যাবেন তিনি। ব্যাস তারপরেই লোবেরা জামানা শুরু লাল-হলুদে। ক্লাব ম্যানেজমেন্টের এই চমক দেখে খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।
তবে শুধু সফল কোচ নয়, শোনা যাচ্ছে আসন্ন মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রে ও চমক দিতে চলেছে লাল-হলুদ। উল্লেখ্য, ভারত সহ বিদেশের যেসমস্ত ক্লাবে সার্জিও লোবেরা কোচ হয়ে গিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই নিয়ে এসেছেন তার পছন্দের ছাত্রদের। যাদের মধ্যে রয়েছে হুগো বুমোস ও মন্দাররাও দেশাইয়ের মতো বহু হাইপ্রোফাইল তারকা। ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে, হুগো বুমোস কে নাকি উইশ লিস্টে রাখা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। কিন্তু তিনি আসবেন কিনা সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি।
অন্যদিকে আরেক তারকা ফুটবলার মন্দাররাও দেশাইয়ের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ রাখছে ইমামি কর্তারা। বর্তমানে মুম্বাই সিটি এফসি তে থাকলেও ঠিকমতো নাকি ম্যাচ টাইম পাচ্ছেন না এই তারকা ফুটবলার। যিনি লেফট ব্যাকের পাশাপাশি লেফট উইংয়ের ক্ষেত্রে ও যথেষ্ট সচ্ছল। টানা সাত বছর এফসি গোয়ার খেলার পাশাপাশি বেঙ্গালুরু এফসি তে ও খেলে গিয়েছেন একটা মরশুম।
তারপর লোবেরার মুম্বাই। যেখানে প্রথমবারের মতো আইএসএল জয়ের স্বাদ পান এই ফুটবলার। তবে পরবর্তীতে আর সেরকম ভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি, তবে কি এবার ইস্টবেঙ্গলের পথে পা বাড়াবেন তিনি? আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।
#EastBengalFC #SergioLobera #headcoach #squadformation #potentialplayers