অনুশীলনে ফিরল ইস্টবেঙ্গল, প্রথম দিনেই মাঠে তিন বিদেশি ফুটবলার

east-bengal-pre-season-hiroshi-ibusuki-no-9-jersey-ifa-shield-2025-training
File Picture

আজ থেকেই নতুন বছরের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। এদিন বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রাকটিস গ্ৰাউন্ডে অনুশীলন শুরু করে দিল ময়দানের এই প্রধান। তবে এদিন প্রথম থেকেই করা নিরাপত্তার মধ্য দিয়ে পরিচালিত হয়েছে সমস্ত কিছু। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দলকে তৈরি রাখার কাজ শুরু করে দিয়েছেন কোচ অস্কার ব্রুজো। গতবছর সুপার কাপ ফাইনালের পর থেকেই বন্ধ ছিল লাল-হলুদের অনুশীলন।

ফর্মে ফিরেও মাঠের বাইরে বিরাট, কবে প্রত্যাবর্তন ২২ গজে?

   

তবে এবার বছরের প্রথম সোমবার থেকেই মাঠে নেমে পড়লেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। জানা গিয়েছে, এদিনের এই অনুশীলনে উপস্থিত ছিলেন দলের তিন বিদেশি ফুটবলার। সাউল ক্রেসপো, মহম্মদ রশিদ এবং হিরোশি ইবুসুকি। এছাড়াও দিন উপস্থিত ছিলেন দলের দুই গোলরক্ষক প্রভসুখান সিং গিল ও দেবজিত মজুমদার সহ আনোয়ার আলি, সৌভিক চক্রবর্তী, মহম্মদ রাওকিপ, ডেভিড লালহানসাঙ্গা, জিকসন সিং সহ নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলাররা।

মুস্তাফিজুর বিতর্কে এই খেলাতে বিপাকে বাংলাদেশিরা! জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই অনুশীলন শুরু করেছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে দলের অধিকাংশ ফুটবলারদের। এবার সেই পথেই হাঁটল ইস্টবেঙ্গল। পুরনো সমস্ত হতাশা ভুলে আসন্ন ফুটবল লিগে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা থাকবে সকলের।

মুস্তাফিজুর বিতর্কে এই খেলাতে বিপাকে বাংলাদেশিরা! জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন