মোহনবাগানের ত্রাস, লাল-হলুদের হৃদপিণ্ড! কোথায় হারিয়ে গেলেন পেন ওরজি?

শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে (East Bengal FC) ইতিমধ্যে অগণিত বিদেশি খেলোয়াড় রাজত্ব করে গিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন পেন ওরজি। ২০১০ সালে লাল-হলুদ ব্রিগেডে তিনি…

Penn Orji

শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে (East Bengal FC) ইতিমধ্যে অগণিত বিদেশি খেলোয়াড় রাজত্ব করে গিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন পেন ওরজি। ২০১০ সালে লাল-হলুদ ব্রিগেডে তিনি যোগ দিয়েছিলেন। তারপর থেকেই মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। এএফসি কাপ হোক কিংবা আই লিগ, ইস্টবেঙ্গলের এই মিডিও জেনারেল বরাবরই দলকে ভরসা দিয়েছিলেন। ফুটবল কেরিয়ারের অধিকাংশ সময়টাই তিনি ভারতে কাটান। কিন্তু, আজ কোথায় রয়েছেন এই নাইজেরিয়ান ফুটবলার? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।

   

এক সময়কার ‘বেস্ট ফুটবলার’, সেই দেবদাস এখন কোথায়?

ইস্টবেঙ্গল ফুটবল দলে ইতিমধ্যেই লেগেছে কর্পোরেট ছোঁয়া। গত কয়েকবছর ধরে তারা ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করলেও, এখনও তারা সেই অর্থে সাফল্য অর্জন করতে পারেনি। দলের মাঝমাঠের দুর্বলতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আজও মাঝমাঠের প্রসঙ্গ উঠলেই পেন ওরজির নাম লাল-হলুদ সমর্থকদের মুখে বারংবার ফিরে আসে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৯ সালে জেসিটি’র হাত ধরে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন পেন ওরজি। এই ক্লাবের হয়ে একটি মরশুম খেললেও, তাঁর পারফরম্য়ান্স যথেষ্ট দাগ কেটেছিল। ২২ ম্যাচে তাঁর পা থেকে চারটে গোল বেরিয়ে আসে।

ডার্বিতে জোড়া ফ্রি-কিক, ইস্টবেঙ্গলের নয়নের মণি! আজ কোথায় ডো ডং?

জেসিটি’র হয়ে এই পারফরম্যান্স দেখেই ইস্টবেঙ্গল ফুটবল দলের তৎকালীন কোচ ট্রেভর জেমস মরগ্যান সিদ্ধান্ত নেন যে ইস্টবেঙ্গল ক্লাবে সই করাবেন। যেমন ভাবা, ঠিক তেমন কাজ। ২০১০ সালে পেন ওরজি মশালবাহিনীতে যোগ দিয়েছিলেন। তারপর তিন বছর ধরে ইস্টবেঙ্গলে কার্যত রাজত্ব করেন তিনি। লাল-হলুদ জার্সিতে তিনি ১০১ ম্যাচে মোট ২৯টি গোল করেছিলেন।

ওডাফা-টোলগেদের গোলের পাস বাড়ানো সেই জুয়েল এখন কোথায়?

তাঁর সাফল্যের তালিকায় রয়েছে আইলিগে ONGC-কে পাঁচ গোলে হারানো। যেই ম্যাচে পেন নিজেও একটি গোল করেন। এর পাশাপাশি ২০১৩ সালে AFC কাপে ভিয়েতনামের সাই গাও জুয়াঙ্গ দলকে ৪-১ গোলে পরাস্ত করেছিল লাল-হলুদ ব্রিগেড। যেখানে দুটো গোল করেন পেন ওরজি। ২০১০ সালে মোহনবাগানকে হারিয়ে ফেডারেশন কাপ জেতে ইস্টবেঙ্গল। ফাইনালে ১-০ গোলে জেতে লাল হলুদ। এই দলের অন্যতম সদস্য ছিলেন পেন ওরজি।

জিতিয়েছিলেন আই লিগ, অভিমানে ছেড়েছিলেন মোহনবাগান! আজ কোথায় বেলো রাজ্জাক?

তবে বছর তিনেক তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেললেও একবারও আই লিগ খেতাব জেতাতে পারেননি। এই আক্ষেপ নিয়েই তাঁকে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ছাড়তে হয়। পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করেন তিনি। ইস্টবেঙ্গল ছাড়ার পর পেন ওরজি মহমেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেন। সাদা-কালো ব্রিগেডে এক মরশুম খেলার পর তিনি ISL-এর ক্লাব কেরালা ব্লাস্টার্সে চলে যান। এই ক্লাবে তিনি মোট ১৩টি ম্যাচ খেলেন। পরের কয়েকবছর তিনি বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেললেও সেভাবে নজর কাড়তে পারেননি। ২০১৮ সালে ভাস্কোতে যোগ দেন এই নাইজেরিয়ান ফুটবলার। কিন্তু, সেখানেও এক মরশুমের বেশি তিনি খেলতে পারেননি। ৩১ বছর বয়সি এই ফুটবলার শেষপর্যন্ত ভারতীয় ফুটবল থেকে হারিয়ে যান। উল্লেখ্য, ভাস্কোর পর পেন ওরজি এখনও পর্যন্ত কোনও ক্লাব আর পাননি। তবে অবসরও গ্রহণ করেননি তিনি।