‘গর্বের বিষয়…’, প্রফেসর কুয়াদ্রাতকে নিয়ে বড় মন্তব্য ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ফুটবল দলের (East Bengal FC) কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাত যে একটা নয়া অক্সিজেন নিয়ে এসেছেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। গত তিন…

East Bengal FC praises head coach Carles Cuadrat

ইস্টবেঙ্গল ফুটবল দলের (East Bengal FC) কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাত যে একটা নয়া অক্সিজেন নিয়ে এসেছেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। গত তিন বছরে ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ ব্রিগেড তেমন ভালো পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু, কলিঙ্গ সুপার কাপ জয় এবং গত ডুরান্ড কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পিছনে কুয়াদ্রাতের চাণক্য নীতি সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে। সম্প্রতি, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে কুয়াদ্রাতের হাতে ‘পি কে বন্দ্যোপাধ্যায়’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেকারণে কুয়াদ্রাত ধন্যবাদও জানিয়েছেন। এবার কুয়াদ্রাতকে নিয়ে বড়সড় মন্তব্য করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

   

এই পরিস্থিতিতে আপনাদের জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার ইস্টবেঙ্গল (East Bengal FC) ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই কুয়াদ্রাতের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। এরপর কুয়াদ্রাত একটি টুইট করে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি লিখেছিলেন, ‘এই সম্মান পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ভারতীয় ফুটবলের উন্নতিতে খেলোয়াড় এবং কোচ হিসেবে পি কে বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট অবদান রয়েছে।’ প্রসঙ্গত, ১৯৬১ সালে প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। ২০০৪ সালে ফিফা তাঁকে ‘অর্ডার অফ মেরিট’ সম্মান জানায়।

সোমবার (৫ জুন) ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের (East Bengal FC) পক্ষ থেকে কুয়াদ্রাতকে নিয়ে একটি বড়সড় মন্তব্য করা হয়। একটি টুইটে কুয়াদ্রাতের বেশ কয়েকটি ছবি কোলাজ করে দেওয়া হয়েছে। একটি ছবিতে আবার কুয়াদ্রাতের মন্তব্যও তুলে ধরা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা কোনও পুরস্কারের থেকে অনেক বেশি মূল্যবান। অত্যন্ত গর্বের একটা বিষয়।’ এই টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে বইতে শুরু করেছে প্রশংসার বন্যাও।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালের ২৫ এপ্রিল কার্লেস কুয়াদ্রাতকে ইন্ডিয়ান সুপার লিগ দল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এই ক্লাবের সঙ্গে তাঁর ২ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় ফুটবল ক্লাব ইতিহাসে অন্যতম সফল কোচ যে কার্লেস কুয়াদ্রাত, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম মাসেই দুটো ঐতিহাসিক মাইলফলক তিনি স্পর্শ করেছিলেন। ১৯ বছর পর ডুরান্ড কাপে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি প্রায় চার বছর পরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে জয়লাভ করে ইস্টবেঙ্গল। টানা ৯ ডার্বিতে হারের পর অবশেষে তারা জয়লাভ করে। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম রাউন্ডে আরও একটি রেকর্ড কায়েম করে ইস্টবেঙ্গল। ISL টুর্নামেন্টে তারা সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করে। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়লাভ করে। চলতি বছর ২৮ জানুয়ারি ইন্ডিয়ান সুপার কাপে প্রথমবার খেতাব জয় করে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের কোচিংয়ে অপরাজিত থেকে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে জয়লাভ করে। পাশাপাশি দলের ১২ বছরের ট্রফির খরা কেটে গেল। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ওডিশা এফসি’কে ৩-২ গোলে পরাস্ত করেছিল।