আইএসএল ২০২৪-২৫ মরসুমে (ISL 2024-25 Session) প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ মুহূর্তেও বাঁচিয়ে রেখেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। শেষ দুই ম্যাচে তিন পয়েন্ট নিশ্চিত করার পর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) আশা, যদি দল ভালো খেলে সেক্ষেত্রে প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যেই বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিপক্ষে মাঠে নামছে মশাল ব্রিগেড।
ইস্টবেঙ্গলের জন্য এই মরসুমের সবচেয়ে বড় সমস্যা ছিল চোট। লিগ শেষ মুহূর্তে সেই থেকে কিছুটা নিস্কার মিললেও, এই ম্যাচে নেই নন্দ কুমার, পিভি বিষ্ণু এবং ক্লেন্টন সিলভা। তাদের ছাড়াই আইএসএলের ইতিহাসে জয়ের হ্যাটট্রিক করে নজির গড়তে তৈরি লাল-হলুদ শিবির। সেই লক্ষ্যেই স্প্যানিশ কোচ অস্কারের প্রথম একাদশে রয়েছেন, দিমিত্রিয়স- মেসি বৌলি। মাঝ মাঠের দায়িত্বে নিশু কুমার, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী এবং নাওরেম মহেশ। রক্ষণের দায়িত্বে রয়েছেন তিন ভারতীয় সহ হেক্টর ইউস্তে। তিন ভারতীয় হলেন মহম্মদ রাকিপ, আনোয়ার আলি এবং লালচুংনুঙ্গা।
ইস্টবেঙ্গল এফসির একাদশ:
Your Red & Golds for today’s home clash 🆚 Hyderabad FC!⚡
Nishu comes in for Vishnu. 🔴🟡#JoyEastBengal #ISL #EBFCHFC pic.twitter.com/Uq94tISZoc
— East Bengal FC (@eastbengal_fc) February 26, 2025
অন্যদিকে, আইএসএলের চলতি মরসুমে লাল-হলুদের জয়ের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নিজাম শহরের দল। সেই লক্ষ্যে আজও তারা মাঠে নামবে বলে জানিয়ে দিয়েছেন দলের সহকারী কোচ চেম্বাকাথ।
হায়দরাবাদ এফসির একাদশ:
📋 Here’s your Hyderabad FC Starting XI to face East Bengal, presented by Jindal India!
Joseph Sunny,@Ayush_adhikari_, @R89797Rafi and Edmilson start 👊
Let’s go, Hyderabad 💪#EBFCHFC #TheNawabs 💛🖤 pic.twitter.com/jbB82vTe6F
— Hyderabad FC (@HydFCOfficial) February 26, 2025
ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করলেই প্লে-অফের আশা বাঁচিয়ে রাখবে অস্কার ব্রুজোর দল। বর্তমানে ২১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে তারা। এই ম্যাচ জিতলেই ২২ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট হয়ে যাবে। অর্থ্যাৎ ওডিশা এফসির পিছনেই অবস্থান হবে ইস্টবেঙ্গলের।