ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে লাল-হলুদ শিবির। একের পর এক ম্যাচে হেরে লিগ টেবিলে কোণ ঠাঁসা হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সপ্তাহ শেষেই রয়েছে ‘হাইভোল্টেজ’ ম্যাচ। প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ থেকেই আইএসলের প্রথম অভিযান শুরু হবে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর। এই ম্যাচের আগেই অন্য ভূমিকায় দেখা যাবে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার হিজাজি মাহেরকে (Hizazi Maher)।
কোহলির নাম নিতেই এই তারকাকে ‘শোকজ’ করল পাকিস্তান
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (FIFA World Cup qualifiers) ম্যাচে সূচি অনুযায়ী মঙ্গলবার রাতে ওমানের (Oman) মুখোমুখি হবে জর্ডন (Jordan)। সেখানেই দেশের জার্সি গায়ে খেলতে দেখা যাবে মশাল ব্রিগেডের এই তারকা ফুটবলারকে। তাই লাল-হলুদ শিবিরে প্রশ্ন ঘোরাফেরা করছে, ডার্বির আগে কি পাওয়া যাবে এই দাপুটে ডিফেন্ডারকে। যদি না পাওয়া যায়, তাহলে হিজাজি মাহের পরিবর্তে কে? বাগান শিবিরের বিরুদ্ধে রক্ষণভাগের হাল ধরতে হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলির দিকেই বাড়তি নজর থাকবে সকলের।
ভারতের কাছে হেরে বাংলাদেশ পেল নতুন কোচ, দায়িত্বে ক্যারিবিয়ান ক্রিকেটার
প্রসঙ্গত, আইএসএলের এই মরশুমে ঘরের মাঠে প্রথম ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেদিনের ম্যাচে ২-৩ গোলে পরাজিত হয়েছিল মশালবাহিনী। ম্যাচে শেষে দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত এবং রক্ষণভাগে থাকা হিজাজি মাহের সহ বেশ কয়েক জন ফুটবলারের পারফরম্যন্স নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সমর্থকদের একাংশ। তবে টানা চার ম্যাচে হারের পর নৌকা বাহিনীর বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল। এদিন দলের সমর্থকদের প্রত্যাশ্যা রয়েছে এই ম্যাচ জিতবে এবং ডার্বির রং লাল-হলুদ হবে।