ডুরান্ড কাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শিলং লাজং-এর কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে দলকে। আপাতত ইস্টবেঙ্গলের ফোকাসে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে দলের একাধিক ফুটবলারকে নিয়ে রয়েছে ধোঁয়াশা।
ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রতের হাতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে। এই সময়কালে দলের ফুটবলারদের চাঙ্গা করার চেষ্টায় থাকবেন তিনি। মরশুম শুরু হওয়ার অনেক আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। তারপরেও কেন কেন এতো চোট আঘাত সমস্যা? রয়ে যাচ্ছে এই প্রশ্ন।
দলের একাধিক ফুটবলারের চোট-আঘাতজনিত সমস্যার কথা শোনা গিয়েছে। তবে এর মধ্যেও একটি ভাল খবর রয়েছে। অনুশীলনে ফিরেছেন দিমিত্রিয়স দিয়ামান্তিকস (Dimitrios Diamantakos)। গতবারের আইএসএল-এ গোল্ডেন বুটজয়ী এই ফুটবলার ইস্টবেঙ্গলের স্কোয়াডে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। গ্রিসের এই স্ট্রাইকারকে কেন্দ্র করে লাল হলুদ সমর্থকদের মধ্যে প্রত্যাশা শুরু থেকেই তুঙ্গে রয়েছে। কিন্তু তিনিও পুরোউরি ফিট নন। যে কারণে ডুরান্ড কাপে কুয়াদ্রত গ্রিক ফুটবলারকে পুরোপুরি কাজে লাগাতে পারেননি।
বাংলাদেশ জিততেই বদলে গেল হিসেব! চাপে পড়ল একাধিক দল, কত নম্বরে ভারত?
সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, অনুশীলনে পুরো দমে ফিরেছেন দিমিত্রিয়স দিয়ামান্তিকস। প্রাপ্ত খবর অনুযায়ী, দলের সঙ্গে চুটিয়ে প্র্যাকটিস করেছেন তিনি। দিমিত্রিয়সের ফায়ার আসার খবর নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য ইতিবাচক খবর। দিমিত্রি না থাকলে চাপ বাড়বে ক্লেইটন সিলভা ও ডেভিডের ওপর। সিলভা ডুরান্ড কাপের ম্যাচে মাঠে নামলেও পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট মনে হয়নি তাঁকে। ইন্ডিয়ান সুপার লিগের নতুন সংস্করণ শুরু হওয়ার আগে স্কোয়াডের ফুটবলারদের ফিট করে তোলাই এখন লাল হলুদ ‘প্রফেসর’-এর কাছে চ্যালেঞ্জ।