ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে নতুন স্বপ্ন দেখেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। লিগের টেবিলের প্রথম ছয়ে থেকে সেমিফাইনালের দৌড়ে লড়াই করার। কিন্তু সেই স্বপ্ন কি আদেও বাস্তবে রুপ পাবে। ইতিমধ্যে চার ম্যাচ খেললেও জয় অধরা ক্লডিয়াস সরণির এই ক্লাবে। গত মরশুমের শুরু থেকেই খারাপ পারফরম্যন্স করার খেসারত দিতে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। মরশুম শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে দৌড় শেষ করে ছিল তাঁরা। সব ভুল ছান বিন করে নতুন ভাবে দল সাজিয়েছিল ময়দানের এই প্রধান। দলে নিয়ে এসেছিল গত মরশুমের সর্বোচ্চ গোল দাতা দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে। এছাড়াও পড়শি দুই ক্লাব থেকে দলে টেনেছিল ডেভিড হেমার, আনোয়ার আলি এবং হেক্টরকে। তবে সেই ফল কোথায়।
দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করল ISL, রইল বাগান শিবিরের ম্যাচের সম্পূর্ণ তালিকা
ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ০-৩ গোলে হারের পর কোচের পদ থেকে ইস্তফা দেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও পুজোর মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছিল মশাল ব্রিগেড। দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর হাতে। এর মধ্যেই আগামী শনিবার কলকাতা ডার্বি। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। তবে সেদিন ডার্বি ম্যাচে ডাগ আউটে কোচের দায়িত্বে কে থাকবেন এই নিয়ে প্রশ্ন উঠলেও। সহকারী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে জোড় কদমে অনুশীলন করছেন লাল-হলুদের ফুটবলাররা। ডার্বি ম্যাচের তিন দিন আগেই প্রকাশ পেল ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচের দিনক্ষণ। নতুন বছরে ডার্বি কবে, এছাড়াও ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ গুলি কবে রইল সম্পূর্ণ তালিকা।
ইস্টবেঙ্গল এফসির খেলার সময় সূচি :
৬ জানুয়ারি, ২০২৫ : ইস্টবেঙ্গল এফসি বনাম মুম্বাই সিটি এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১১ জানুয়ারি, ২০২৫ : মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১৯ জানুয়ারি, ২০২৫ : এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২৪ জানুয়ারি, ২০২৫ : ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৩১ জানুয়ারি, ২০২৫ : মুম্বাই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৮ ফেব্রুয়ারি , ২০২৫ : ইস্টবেঙ্গল এফসি বনাম চেন্নাইয়ন এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১৬ ফেব্রুয়ারি , ২০২৫ : মহামেডান এসসি বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২২ ফেব্রুয়ারি , ২০২৫ : পাঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২৬ ফেব্রুয়ারি , ২০২৫ : ইস্টবেঙ্গল এফসি বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২ মার্চ, ২০২৫ : ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৮ মার্চ, ২০২৫ : নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি (বিকেল ৫.০০)
1️⃣1️⃣ #ISL fixtures from January to March! 👊
Mark the dates, #AmagoFans! 🗓️#JoyEastBengal #EastBengalFC #LetsFootball pic.twitter.com/6BQH4UDY2s
— East Bengal FC (@eastbengal_fc) October 16, 2024