East Bengal FC : প্রকাশিত লিগ তালিকা, ইস্টবেঙ্গলের ম্যাচ কবে জানুন

বুধবার প্রকাশিত হয়েছিল আইলিগ ২০২৪-২৫ মরশুমের সময়সূচি। এবার ভারতের মহিলা ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। প্রকাশিত হয়েছে ভারতীয় মহিলা লিগ (Indian Womens…

বুধবার প্রকাশিত হয়েছিল আইলিগ ২০২৪-২৫ মরশুমের সময়সূচি। এবার ভারতের মহিলা ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। প্রকাশিত হয়েছে ভারতীয় মহিলা লিগ (Indian Womens League’s) ২০২৪-২৫ মরশুমের সময়সূচি (Fixture)। এই মরশুমে অংশগ্রহণ করছে আটটি মহিলা ফুটবল দল। এর মধ্যে রয়েছে বাংলা ফুটবলের ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন শ্রীভূমি এফসি (Sreebhumi FC)। যদিও এই মরশুমের আগমন নিয়ে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে।

চুক্তির মেয়াদ বাড়তেই দলকে নতুন লক্ষ্য দেখালেন ওয়েন কোয়েল

   

ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ শিবিরের ফুটবলারদের পারফরম্যন্স হতাশ করেছে দলের সমর্থকদের। এর মধ্যে আশার আলো দেখিয়েছে মশাল ব্রিগেডের জুনিয়র ফুটবলাররা। কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়নের দৌড়ে সবার আগে রয়েছে বিনো জর্জের দল। এবার ফের একবার সুযোগ এসেছে মশাল বাহিনীর কাছে। গত মরশুমে দলের পারফরম্যন্স ভালো না হলেও, ইন্ডিয়ান ইউমেন্স লিগের এই মরশুমে দলকে নিয়ে আশাবাদী সমর্থকরা।

ইস্টবেঙ্গল প্রাক্তন তারকা বোরহার চোটে দুশ্চিন্তায় কোচ মানোলো

নতুন বছর ইন্ডিয়ান ইউমেন্স লিগে ১০ জানুয়ারি ইস্টবেঙ্গল তাঁদের প্রথম অ্যাওয়ে খেলতে নামবে কলিঙ্গ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওডিশা এফসির বিরুদ্ধে। এই ম্যাচের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে মরশুমের। ১৫ জানুয়ারি কিকস্টার এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবেন তৃষা মল্লিকরা।

আইএফএফ (AIFF) এর পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, ভারতীয় মহিলা লিগ (IWL) শুরু হওয়ার কথা ছিল ২০২৪ সালের অক্টোবর মাস থেকে। যদিও সূচিতে পরিবর্তন হয় এবং লিগ শুরু হবে নতুন বছর থেকেই। ভারতীয় মহিলা ফুটবলারদের জন্য একটি গুরুপূত্বর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা ধারাবাহিক এবং প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ প্রদান করবে ফুটবলারদের। নারী ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এই লিগের গুরুত্ব অপরিসীম। ফুটবল প্রেমীদের আশা যথাযথ পরিকল্পনা এবং সমর্থনের মাধ্যমে এই মরশুমে নারী ফুটবলের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে ।

IWL-Fixture-2024-25