East Bengal FC : বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের

East Bengal FC give letter to PM Narendra Modi on Bangladesh Issue

সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে প্রতিবেশী দেশ বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর (Hindu) নির্যাতন নিয়ে সরব ভারতের (India) বিভিন্ন মহল। এবার ভারতের প্রথম ফুটবল ক্লাব (Football Club) হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সরব ময়দান। শুক্রবার এই বিষয়ে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি পাঠালো ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)।

Oscar Bruzon : চেন্নাইয়ের ওয়েন কোয়েলকে নিয়ে ‘বিস্ফোরক’ অস্কার ব্রুজো

   

কয়েকদিন আগেই এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করে ময়দানের এই প্রধান ক্লাব উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল অবিলম্বে বাংলদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার। গতকালই আবার একই বিষয়ে নিয়ে নিজস্ব এক্স হ্যান্ডেলে লিখেছিলেন লাল-হলুদ ফুটবলার সৌভিক চক্রবর্তী। তিনি লিখেছিলেন “আমি কষ্ট এবং অবিচারের সম্মুখীন সকল সম্প্রদায়ের সাথে দাঁড়িয়েছি এবং আমি বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি।মানবতার মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রতিটি ব্যক্তির মঙ্গল নিশ্চিত করা অপরিহার্য, তাদের পটভূমি নির্বিশেষে। আসুন আমরা সকলের জন্য সম্প্রীতি এবং সুরক্ষার পক্ষে, প্রয়োজনে যাদের কণ্ঠস্বরকে সমর্থন ও প্রসারিত করতে একত্রিত হই।”

KKR : আইপিএল ২০২৫ বাজিমাত করবে নাইটদের কোন পাঁচ ক্রিকেটার? জানুন

কারণ ইস্টবেঙ্গলের বহু সমর্থক আছেন যাঁদের পরিবার, পরিজন এবং আত্মীয় স্বজন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। সেই নিয়ে উদ্বিঘ্ন তাঁরা সকলেই। অনেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জানিয়েছেন কলকাতায় থাকা লাল-হলুদ সমর্থকদের। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleKKR : আইপিএল ২০২৫ বাজিমাত করবে নাইটদের কোন পাঁচ ক্রিকেটার? জানুন
Next articleজনপ্রিয় ‘শিক্ষক’ খান স্যার গ্রেফতার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।