Cleiton Silva: সার্জিও লোবেরা প্রসঙ্গে ‘বিস্ফোরক’ লাল-হলুদ অধিনায়ক!

Sergio Lobera and Cleiton Silva

সুপার কাপের পড়েই চাকরি যাবে স্টিফেন কনস্ট্যানটাইনের। একথা সকলেরই জানা। কিন্তু তার পরিবর্তে কে হবেন ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) নতুন কোচ, সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এক্ষেত্রে দৌড়ে অনেকটাই এগিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা ( Sergio Lobera)। বর্তমানে তিনি চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও লাল-হলুদের প্রস্তাব পেতেই নাকি মৌখিক সম্মতি প্রদান করেছেন এই কোচ।

যার ফলে চুক্তিপত্রে সই না হলেও ধরে নেওয়াই যে আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাতে চলেছেন তিনি। তাছাড়া ভারতীয় ফুটবলের ক্ষেত্রে ও যথেষ্ট সফল তিনি। পূর্বে এফসি গোয়ার দায়িত্ব সামলেছেন লোবেরা। তবে আইএসএল চ্যাম্পিয়ন হতে না পারলেও লিগের ফাইনাল খেলার পাশাপাশি সুপার কাপ জিতিয়েছেন দল কে। পরবর্তী সময়ে নিজে হাতে তৈরি করেছেন মুম্বাই সিটি এফসিকে। এই লোবেরার হাত ধরেই একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল রনবীর কাপুরের মুম্বাই। এবার সেই নিয়ে মুখ খুললেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা (Cleiton Silva)।

   

একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে লোবেরা যুগ নিয়ে প্রশ্ন করা হলে ক্লেটন বলেন, এখনও পর্যন্ত ক্লাবের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তাছাড়া আমাদের ও কিছু বলা হয়নি। তাই এখনি এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। তবে লোবেরা আসলে কেমন হতে পারে দলের পরিস্থিতি? এর উত্তরে ব্রাজিলিয়ান তারকা বলেন, লোবেরা প্রচন্ড সফল একজন কোচ। তিনি আসলে দলের পক্ষে যথেষ্ট কল্যাণমূলক হবে। তার হাত ধরেই একটা সময় মুম্বাই সিটি এগিয়েছে এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তার দেখানো পথ ধরেই এখনো ওরা এগোচ্ছে। বর্তমানে ভারতের সেরা দল গুলির মধ্যে একটি মুম্বাই সিটি এফসি।

তবে স্টিফেনের চলে যাওয়া নিশ্চিত হওয়ায় সুপার কাপে খেলোয়াড়দের প্রভাব পড়ার বিষয় একেবারে মানতে নারাজ এই লাল-হলুদ অধিনায়ক। তার কথায় মরশুমের শুরুটা ভালো না হলে শেষের দিকটা জয় নিয়েই ফিরতে চান খেলোয়াড়রা। তাছাড়া, নতুন কোচ আসলে অনেক সুযোগ এসে যায়। তাই এক্ষেত্রে প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে কোচের নজরে আসতে চায়। ক্লেটনের কথায়, আইএসএলে ভালো ফল না হলেও সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া ইস্টবেঙ্গল ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন