২দিনে ২টো ম্যাচ খেলবে East Bengal FC!

পরপর টুর্নামেন্টে দল নামাতে হচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC)। এএফসি প্রতিযোগিতায় স্বপ্নভঙ্গ হলেও বাকি রয়েছে কলকাতা ফুটবল লিগ (CFL 2024) ও ডুরান্ড কাপ (Durand…

Cleiton Silva’s brace gives East Bengal

পরপর টুর্নামেন্টে দল নামাতে হচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC)। এএফসি প্রতিযোগিতায় স্বপ্নভঙ্গ হলেও বাকি রয়েছে কলকাতা ফুটবল লিগ (CFL 2024) ও ডুরান্ড কাপ (Durand Cup 2024)। দু’টি টুর্নামেন্টেই ভাল রয়েছে রয়েছে লাল হলুদ ব্রিগেড। একাধিক টুর্নামেন্টের কারণে ইস্টবেঙ্গল এফসিকে খেলতে হচ্ছে একের পর এক ম্যাচ। সিএফএল ও ডুরান্ড কাপ মিলিয়ে যা ক্রীড়া সূচি তাতে ইস্টবেঙ্গলকে পরপর দু’দিনে দু’টো ম্যাচ খেলতে হবে।

   

সোনার পদক পাবেন ভিনেশ ফোগাট? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আগামী ১৮ অগস্ট রয়েছে ডুরান্ড কাপের ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নামবে মশাল বাহিনী। দুই দলের পয়েন্ট সমান সমান হলেও গোল পার্থক্যের কারণে এগিয়ে রয়েছে মোহনবাগান। এই ম্যাচে ড্র করলেও ডুরান্ড কাপের পরের রাউন্ডে চলে যেতে পারবে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ইস্টবেঙ্গলকে ডুরান্ড ডার্বি জিততেই হবে।

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রত কার্লেস কুয়াদ্রত শক্তিশালী দল নামাবেন বলেই আশা করা যায়। আঠারো তারিখের বড় ম্যাচে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে তারকা সমাবেশ। তার আগের দিন, মানে ১৭ অগস্ট কলকাতা ফুটবল লিগের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এফসির। সিএফএল ২০২৪-এর সূচি অনুযায়ী সতেরো তারিখ লাল হলুদ দলকে খেলতে হবে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে। অর্থাৎ ১৭ তারিখে কলকাতা ফুটবল লিগের ম্যাচ, ১৮ তারিখে ডুরান্ড কাপের ম্যাচ। সেই হিসেবে পরপর দু’দিন ইস্টবেঙ্গলের খেলা থাকছে।

সামনে ডার্বির কঠিন চ্যালেঞ্জ, লেটার মার্কস নিয়ে পাশ করবেন তো মলিনা?

দুই টুর্নামেন্টে ক্লাব আলাদা আলাদা দল মাঠে নামবে বলেই আশা করা যায়। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ইতিমধ্যে সুপার সিক্স কার্যত নিশ্চিত করেছে। ফলত সেখানে চাপ কম। রিজার্ভ প্লেয়ারদের ওপর বিনো জর্জ ভরসা করতেই পারেন। তাছাড়া হীরা মন্ডল, সার্থক গোলুইদের ওপর তিনি আস্থা রাখতে পারেন। ডুরান্ড ডার্বিতে কুয়াদ্রাতের হাতে থাকতে পারে পূর্ণ শক্তির সিনিয়র দল।