আইএসএলে (ISL) আগামী শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) খেলতে নামবে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে। শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে আইএসএলের এই মরশুমে প্রথম জয় পেয়েছে লাল-হলুদ শিবির। পরাজিত করেছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডকে (North East United FC)। এরই মধ্যে আসন্ন ম্যাচের আগেই সাউল ক্রেসপোকে (Saul Crespo) নিয়ে কার্যত বিপদ মুক্ত হওয়ার আভাস মিলছে ক্লাব তাঁবুতে।
গাছিবাউলিতে বাজিমাত মানোলোর, ফের পরাজিত হায়দরাবাদ
৭ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে মশাল ব্রিগেড। গত ম্যাচের মত এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে আসাই অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের। সেইমতো অনুশীলন চালাচ্ছেন দলের ফুটবলাররা। জয়ের ধারা বজায় রাখতে পারলে নিঃসন্দেহে তা অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে সকলের। আবার প্লে অফের দিকেও এক ধাপ করে এগিয়ে আসবে ক্লডিয়াস সরণির এই ক্লাব।
আফগান মেয়েদের শিক্ষা অধিকার নিয়ে ‘বিস্ফোরক’ রশিদ খান
তাই সময় নষ্ট না করে চেন্নাই যাওয়ার আগে জোড় কদমে প্রস্তুতি সারছেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত স্প্যানিশ কোচ। কিন্তু এই ম্যাচে নামার আগে কিছুটা হলেও লাল-হলুদ শিবিরকে চিন্তায় ফেলেছিল স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপো। মঙ্গলবার দলের অনুশীলনে যোগদান করলে ও মাঝপথেই মাঠ থেকে উঠে যান লাল-হলুদের এই মিডফিল্ডার ।
পাকিস্তানকে ৫ গোল খাইয়ে এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
নর্থইস্ট ম্যাচের পর মূলত সাইড লাইনেই অধিকাংশ সময় কাটাচ্ছিলেন এই স্প্যানিশ তারকা। কিন্তু মাঝপথেই অনুশীলন থেকে বেড়িয়ে যাওয়ায় কিছুটা হলেও চিন্তায় পড়েছিল দলের বাকি সদস্যরাও। তাহলে কি আসন্ন চেন্নাইয়িন ম্যাচে এই স্প্যানিশ তারকাকে মাঠে পাবে না দল? এই রকম প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় করতে দেখা গিয়েছে মশাল ব্রিগেড সমর্থকদেরও।
ম্যাচের দুই দিন আগেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে ইস্টবেঙ্গল। চলতি সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন না করায়, জানা গিয়েছিল পায়ে হালকা চোট রয়েছে লাল-হলুদ অধিনায়কের। গতকাল ক্লাব সূত্রে জানা গিয়েছে, সাউল ক্রেসপোর এমআরআই করে দেখা গিয়েছে, চোট তেমন গুরুতর নয়। তাই বুধবার থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। তাই চেন্নাই ম্যাচে লাল-হলুদ জার্সিতে এই স্প্যানিশ ফুটবলারকে খেলতে দেখা যাবে ধরেই নেওয়া যায়।
SAUL CRESPO is gearing up for the match against Chennaiyin FC!! ❤️💛🫶#JoyEastBengal #EastBengalFC #ISL pic.twitter.com/TO1dUqyWTN
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) December 5, 2024